For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দিরে নরেন্দ্র মোদী, যাবেন মতুয়া তীর্থক্ষেত্র ওড়াকান্দিতেও

Google Oneindia Bengali News

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ করোনা আবহে প্রায় ১৫ মাস পর এই প্রথম বিদেশ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফর যেমন কূটনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ, তেমনই রাজনৈতিক ভাবে। বাংলাদেশ সফরের মাধ্যমেই পশ্চিমবঙ্গের মতুয়া ভোারদের মন জয়ের ছক কষেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য আজ থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে নির্বাচন।

যশোরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

যশোরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এদিন বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত যশোরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, সাতক্ষীরার এই যশোরেশ্বরী কালি মন্দির ৫১ শক্তিপীঠের অন্যতম। এখানে দেবী সতীর হস্ত পড়েছিল বলে ভক্তদের বিশ্বাস। ৪০০ বছরেরও পুরোনো এই মন্দির।

দেবীকে মুকুট পরান প্রধানমন্ত্রী নরেনেদ্র মোদী

দেবীকে মুকুট পরান প্রধানমন্ত্রী নরেনেদ্র মোদী

এদিন পুজো দেওয়াকালীন মন্দিরের আরধ্য দেবীকে মুকুট পরান প্রধানমন্ত্রী নরেনেদ্র মোদী। পাশাপাশি দেবী যশোরেশ্বরীকে শাড়িও নিবেদন করেন প্রধানমন্ত্রী মোদী। ওড়াকান্দির পাশাপাশি এই যশোরেশ্বরী মন্দিরের সঙ্গে এপার বাংলার সংযোগ গভীর। তাই ভোটগ্রহণের দিন মোদীর এই সফর এই বাংলার রাজনীতির ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।

ওড়াকান্দিতে যাবেন মোদী

ওড়াকান্দিতে যাবেন মোদী

সাতক্ষীরা থেকে প্রধানমন্ত্রী মোদীর যাওয়ার কথা ওড়াকান্দিতে। তাঁর সঙ্গে থাকবেন বনগাঁর সাসদ তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর। মোদী-শান্তনুর এই তীর্থভ্রমণে খুশি মতুয়া সম্প্রদায়ের মানুষরা৷ তাঁদের মতে, মোদী যে মতুয়াদের সঙ্গেই আছেন, এর থেকেই তা প্রমাণিত৷ বদলে তাঁরাও মোদীর সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন৷ ভোট মরশুমে যা হাসি চওড়া করবে মোদী-শাহদের৷ অন্যদিকে, চাপ বাড়বে শাসক শিবিরের উপর৷

বাংলাদেশের আবেগকে ছোঁয়ার চেষ্টা মোদীর

বাংলাদেশের আবেগকে ছোঁয়ার চেষ্টা মোদীর

এদিকে এর আগে গতকাল সফরের প্রথম দিনে বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মোদী। সেখানে মোদী বলেন, 'বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে যুক্ত হওয়া আমার রাজনৈতিক জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়৷ তখন আমার বয়স ২০ থেকে ২২ বছর হবে৷ বাংলাদেশের স্বাধীনতার জন্য আমার কয়েকজন সঙ্গী মিলে সত্যাগ্রহ করেছিলাম৷ এর জন্য আমাকে গ্রেফতার করা হয়েছিল৷ জেল যাওয়ার সুযোগও হয়েছিল৷'

বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে পুজো দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

English summary
PM Narendra Modi offers Puja in Bangladesh's Jesoreshwari, will go to Matua place Orakandi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X