For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জি-৭ সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের জন্য বিশেষ উপহার, দেশের শিল্পকে তুলে ধরতে অভিনব প্রয়াস প্রধানমন্ত্রীর

জি-৭ সম্মলনে রাষ্ট্রপ্রধানদের জন্য বিশেষ উপহার, দেশের শিল্পকে তুলে ধরতে অভিনব প্রয়াস প্রধানমন্ত্রীর

Google Oneindia Bengali News

জি-৭ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী জার্মানি উড়ে গিয়েছেন। ভারত জি-৭ এর সদস্য নয়। কিন্তু বিশেষ আমন্ত্রণে গত দু'বারের মতো চলতি বছরে জি-৭ সম্মেলনে যোগ দিয়েছে। তবে এবার প্রধানমন্ত্রী দেশের শিল্প ও ঐতিহ্যকে জি-৭ নেতাদের কাছে তুলে ধরতে একটি অভিনব পন্থা নিয়েছেন। তিনি জি-৭ সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের জন্য বিশেষ উপহার নিয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী মূলত উত্তরপ্রদেশের এক জেলা এক পণ্য প্রকল্পের অধীনে তৈরি হওয়া সামগ্রী উপহার হিসেবে বিশ্বের তাবড় তাবড় নেতাদের জন্য নিয়ে গিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্টের জন্য ব্রোচ

মার্কিন প্রেসিডেন্টের জন্য ব্রোচ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে গুলাবি মীনাকারি ব্রোচ উপহার দিয়েছেন। খাঁটি রূপোর তৈরি এই ব্রোচ। এই ব্রোচে বেস আকারে তৈরি করা হয়েছে। সেখানে অতি সূক্ষ কাজ করা রয়েছে। জো বাইডেনের ব্রোচের সঙ্গে মিলিয়ে ফার্স্ট লেডি জিল বাইডেনকে জন্য একটি ব্রোচ উপহার দেওয়া হয়েছে। বাইডেনের জন্য কাফলিঙ্ক উপহার হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে গিয়েছিলেন। এই উপহারে বারাণসীর জিআই ট্যাগ রয়েছে বলে জানা গিয়েছে।

ফরাসি প্রেসিডেন্টের জন্য বিশেষ উপহার

ফরাসি প্রেসিডেন্টের জন্য বিশেষ উপহার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি প্রেসিডেন্ট ইম্যান্যুয়েল ম্যাক্রোঁর জন্য বিশেষ বাক্স উপহার হিসেবে নিয়ে গিয়েছেন। এই জারি-জারদোজি বাক্সে খাদি সিল্ক ও সাটিন সুতো দিয়ে ফ্রান্সের জাতীয় পতাকার রঙে কাজ করা রয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়ছে বাক্সটিতে কাজের সঙ্গে ফরাসি বিপ্লবের যোগ রয়েছে। ওই কাজ করা বাক্সটির ভিতর আতর ছিল। উত্তরপ্রদেশের কনৌজে এই আতর তৈরি হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য চায়ের কাপের সেট

ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য চায়ের কাপের সেট

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে গিয়েছেন চায়ের কাপের সেট। এই সেটের চায়ের কাপগুলিতে প্ল্যাটিনামে হাতে আঁকা কাজ রয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ব্রিটিনি রানি এসিজাবেথের প্ল্যাটিনাম জয়ন্তীকে সামনে রেখে কাপে প্যাটিনাম মেটাল পেন্ট করা হয়েছে। উত্তরপ্রদেশের বুলন্দশহরে এটি তৈরি করা হয়েছে।

জার্মান চ্যান্সেলরের জন্য উপহার

জার্মান চ্যান্সেলরের জন্য উপহার

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজকে মেটাল মারোদি খোদাই করা একটি পিতলের পাত্র দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের পিতলনগরী মোরদাবাদে এটি তৈরি করা হয়েছে। এই পিতলের পাত্রের ওপর নিকেলের কাজ করা হয়েছে। এছাড়াও পাত্রে হাতে তৈরি শিল্প রয়েছে।

জাপান, ইতালি ও কানাডার রাষ্ট্রপ্রধানদের জন্য উপহার

জাপান, ইতালি ও কানাডার রাষ্ট্রপ্রধানদের জন্য উপহার

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিমার জন্য উত্তরপ্রদেশের নিজামবাদে তৈরি মাটির পাত্র উপহার হিসেবে নিয়ে যাওয় হয়েছে। বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে এই মাটির পাত্রটি তৈরি করা হয়েছে। ওই পাত্রটি খাদ্যবস্তুকে গরম রাখতে সাহায্য করে। কনাডার প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদো পেয়েছেন কাশ্মীরে হাতে বোনা সিল্ক কার্পেটের উপহার। ইতালির প্রধানমন্ত্রী মারিও দাঘির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে গিয়েছেন মার্বেল পাথরের তৈরি টেবিল টপ। সেখানে ইনলে কাজ করা রয়েছে। মূল্যবান পাথর সেই টেবিল টপে খোদাই করা রয়েছে।

ভারত–বিদ্বেষী প্রচার, পাক সরকারের একাধিক টুইটার অ্যাকাউন্ট ‌নিষিদ্ধ করল ভারত‌ভারত–বিদ্বেষী প্রচার, পাক সরকারের একাধিক টুইটার অ্যাকাউন্ট ‌নিষিদ্ধ করল ভারত‌

English summary
PM Narendra Modi lavishes Uttar Pradesh ODOP gift to G 7 leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X