For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ব্রিকস' বৈঠকে যোগ দিতে ব্রাজিল গেলেন প্রধানমন্ত্রী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
নয়াদিল্লি, ১৩ জুলাই: পাঁচ দেশের 'ব্রিকস' শীর্ষসম্মেলনে যোগ দিতে ব্রাজিল রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে এয়ার ইন্ডিয়ার বিমানে তিনি পাড়ি দেন। আগামী ১৪ এবং ১৫ জুলাই ব্রাজিলে এই বৈঠক হচ্ছে।

'ব্রিকস' (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা) শীর্ষসম্মেলন উপলক্ষে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী বলেছেন, "বিশ্বে আর্থিক শ্রীবৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত 'ব্রিকস'-কে একটি যথাযথ মঞ্চ হিসাবে দেখছে। বিশ্বশান্তির পক্ষে বিপজ্জনক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা কীভাবে করা হবে, তা নিয়ে বাকি দেশগুলির নেতাদের সঙ্গে আলোচনা করব।" প্রসঙ্গত, এই সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়েছেন পররাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশ সচিব সুজাতা সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিতকুমার দোভাল, অর্থ সচিব অরবিন্দ মায়ারাম প্রমুখ।

'ব্রিকস' সম্মেলনের পাশাপাশি নরেন্দ্র মোদী একান্তে বৈঠক করবেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি জি জিনপিং, ব্রাজিলের রাষ্ট্রপতি দিলমা রুসেফ এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি জ্যাকম জুমার সঙ্গে। নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে তীব্র কৌতূহল জমাট বেঁধেছে ব্রাজিলে। সে দেশের সংবাদমাধ্যম এই খবরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Delhi: PM Narendra Modi boards Air India flight to leave for BRICS Summit <a href="http://t.co/QSuhYcMyGX">pic.twitter.com/QSuhYcMyGX</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/488195504065355776">July 13, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

মূলত আমেরিকা তথা পশ্চিমী দুনিয়ার সঙ্গে বাণিজ্যিক ও আর্থিক ক্ষেত্রে পাল্লা দিতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা মিলে এই আন্তর্জাতিক মঞ্চটি তৈরি করে। প্রতি বছর 'ব্রিকস' শীর্ষসম্মেলনে তাই এগিয়ে চলার ক্ষেত্রে বিভিন্ন সুসংবদ্ধ নীতি গৃহীত হয়। যেমন আর্থিক বিষয়ের পাশাপাশি এ বারের অ্যাজেন্ডায় রয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়টিও। আর এ বারের বৈঠকে মূল আকর্ষণ অবশ্যই নরেন্দ্র মোদী।

English summary
PM Narendra Modi heads for Brazil to attend BRICS summit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X