For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগান নাগরিকদের জন্য জরুরি নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা, জি ২০ শীর্ষ সম্মেলনে মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তানের নাগরিকদের জন্য নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার বার্তা দিলেন জি-২০ শীর্ষ সম্মেলনে। মঙ্গলবার আফগানিস্তানে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

Google Oneindia Bengali News

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তানের নাগরিকদের জন্য নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার বার্তা দিলেন জি-২০ শীর্ষ সম্মেলনে। মঙ্গলবার আফগানিস্তানে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে মূলত আফগানিস্তান নিয়ে গলা ফাটান নরেন্দ্র মোদী। ইতালি জি ২০ শীর্ষ সম্মেলনের আহ্বান করেছিল।

আফগান নাগরিকদের জন্য জরুরি মানবিক সহায়তার বার্তা মোদীর

মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী মিস্টার মারিও ড্রাগির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জি ২০ শীর্ষ সম্মেলন। মানবিক পরিস্থিতি সম্পর্কিত বিষয় সভায় আলোচনা হয়। সন্ত্রাস সম্পর্কিত উদ্বেগ নিয়েও আলোচনা হয় এই শীর্ষ সম্মেলনে। এবং মূলত আলোচনা হয় আফগানিস্তানের নাগরিকদের জন্য মানবাধিকার ও মানবিক সহায়তা প্রসঙ্গে।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেওয়ার জন্য বৈঠকের আহ্বান করায় ইতালীয় জি ২০ শীর্ষ সম্মলনের উদ্যোগকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারত ও আফগানিস্তানের মধ্যে শতাব্দী প্রাচীন সম্পর্কের উপর জোর দেন। মোদী আরও উল্লেখ করেন যে, গত দুই দশক ধরে ভারত আফগানিস্তানে যুব ও মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে অবদান রেখেছে। তিনি স্মরণ করিয়ে দেন, ভারত আফগানিস্তানে ৫০০টিরও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, আফগান জনগণের ভারতের প্রতি বন্ধুত্বের দারুণ অনুভূতি রয়েছে। প্রত্যেক ভারতীয় আফগান জনগণের যন্ত্রণা যেমন অনুভব করে, তেমনই তাঁদের ক্ষুধা এবং অপুষ্টির প্রতিও সহমর্মী। তিনি আফগানিস্তানের মানবিক সহায়তায় অবিলম্বে এবং বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মোদি টুইট করে জানান, শীর্ষ সম্মেলনের সময় তিনি আফগান নাগরিকদের জন্য জরুরি বাধাহীন মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আঞ্চলিক বা বৈশ্বিকভাবে আফগান ভূখণ্ড যাতে মৌলবাদ ও সন্ত্রাসের উৎস না হয়ে ওঠে, তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন। তিনি এই অঞ্চলে মৌলবাদ, সন্ত্রাসবাদ এবং মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে যৌথ লড়াইয়েরও বার্তা দিয়েছেন জি ২০ সম্মেলনের মঞ্চ থেকে।

গত ২০ বছরের আর্থ-সামাজিক সুরক্ষা এবং মৌলবাদী মতাদর্শের বিস্তারকে সীমাবদ্ধ করার জন্য মোদী আফগানিস্তানে একটি অন্তর্ভুক্ত প্রশাসনের আহ্বান জানান এদিন, যার মধ্যে নারী ও সংখ্যালঘুরাও রয়েছে। তিনি আফগানিস্তানে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সমর্থন জানান এবং আফগানিস্তানের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২৫৯-এর মধ্যে রাখতে জি ২০-র নতুন সমর্থন দাবি করেন। মোট কথা, প্রতিবেশী আফগানিস্তান নিয়ে মোদী তাঁর ভাবনার কথা জানান জি ২০ শীর্ষ সম্মেলনে।

English summary
PM Narendra Modi at G20 Summit says urgent humanitarian assistance need for Afghan citizens.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X