For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জি ২০ সামিটে নরেন্দ্র মোদী: কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য একনজরে

জি ২০ সামিটে নরেন্দ্র মোদী: কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য একনজরে

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের ২০ টি তাবড় দেশের রাষ্ট্রনেতারা জি ২০ সামিটের হাত ধের আপাতত রোমে একত্রিত হয়েছেন। একিদিকে শক্তিধর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যেমন সোখানে রয়েছেন ,তেমনই রয়েছেন ফ্রান্সের রাষ্ট্রনেতা ইমানুয়ের ম্যাক্রোঁ। এদিকে, ইতালির মাটিতে ইতিমধ্যেই পা রেখে একাধিক হাইভোল্টেজ বৈঠক সম্পন্ন করেছেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ইতিমধ্যেই ফ্রান্সের রাষ্ট্রনেতা ও মার্কিন রাষ্ট্রপ্রধানের বৈঠক সম্পন্ন হয়েছে। একনজরে দেখা যাক, এই জি ২০ সামিট ঘিরে কী কী ঘটেছে , আর কী কী ঘটার সম্ভাবনা রয়েছে।

 কোভিডের বিরুদ্ধে লড়াই

কোভিডের বিরুদ্ধে লড়াই

২০২২ সালের মধ্যে ভারত পাঁত বিলিয়ন কোভিড ভ্যাকসিন ডোজ তৈরি করবে। একথা রোমে রাষ্ট্রনেতাদের মধ্যে জি ২০ সামিটে জানিয়েছে ভারত। ভারতের তরফে বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছেন যে , নরেন্দ্র মোদী নিজে এই বার্তা বাকি দেশের রাষ্ট্রনেতাদের সানে তুলে ধরেন । এছাড়াও বিশ্ব নেতাদের সামনে মোদী এদিন বলেন যে, দেশের আর্থিক উন্নতির জন্য ভারতকে সঙ্গে নিয়ে যেন বাকি দেশগুলি চলে। ভারত বিশ্বব্যাপী উন্নতিতে বহু দেশের সঙ্গী হতে পারে বলে দাবি করেছেন মোদী।

বিশ্বের বহু নেতার সঙ্গে বৈঠক মোদীর

বিশ্বের বহু নেতার সঙ্গে বৈঠক মোদীর

মার্কিন প্রেসিডেন্ট মোদীকে দেখেই জড়িয়ে ধরে ছিলেন জি ২০ সামিটে। আর তার থেকেই প্রমাণ মেলে যে তাঁর সঙ্গে মোদীর সখ্যতা কতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ , ইউকের প্রাইমমিনিস্টার বরির জনসন, কানাডার প্রাইম মিনিস্টার বরিস জনসন ও কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ হয় মোদীর। সেই সমস্ত ছবি এদিন টুইট করে প্রধানমন্ত্রীর দফতর । এই নেতাদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ভালো সম্পর্কের হেতু ভারতের বহু কৌশলগত উপকার হতে পারে বলে মনে করা হচ্ছে। এঁদের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার বেশ ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছে।

এরপর কী?

এরপর কী?

শনিবার একের পর এক ঘটনাবহুল দিক দিয়ে কেটে যায় ভারতের আঙ্গিকে জি ২০ সম্মেলন। এরপর রবিবার সকালেই মোদীকে দেখা যায় রোমের ট্রেভি ঝরনার কাছে। সেখানে তিনি পরিদর্শনে যান। বিশ্বের আরও কয়েকজন নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। এরপর তিনি বিশ্বের জলবায়ু পরিবর্তন সম্পর্কীয় অনুষ্ঠানে যোগ দেবেন। তারপর রয়েছে দ্বিপাক্ষিক বৈঠক। এর আগে জি ২০ সামিটের ফাঁকে ফ্রান্সের রাষ্ট্রনেতার সঙ্গে মোদীর সাক্ষৎ হলেও, এদিন রয়েছে ফ্রান্স-ভারত দ্বিপাক্ষিক বৈঠক। উল্লেখ্য, বিশ্বের ৬০ শতাংশ জনগণের প্রতিনিধি জি ২০ সামিটের দেশগুলি। বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশ রয়েছে এখানে। বিশ্বের জিডিপির ৮০ শতাংশ রয়েছে এই দেশগুলির সদস্যদের তালিকায়।

ত্রিপুরায় তৃণমূলের মঞ্চে উঠে রাজীব বললেন আমি ভুল করেছিলামত্রিপুরায় তৃণমূলের মঞ্চে উঠে রাজীব বললেন আমি ভুল করেছিলাম


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Prime Minister Narendra Modi at G 20 summit 2021: Know key points on this issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X