For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) সান জোসে মোদীর ভাষণের সেরা ১০ উক্তি!

Google Oneindia Bengali News

সান জোস, ২৮ সেপ্টেম্বর : টেক টাইকুনদের সঙ্গে সাক্ষাতের পর এবার ক্যালিফোর্নিয়ার স্যাপ সেন্টারে বক্তৃতা দিয়ে উপস্থিত প্রবাসী ভারতীয়দের মন জয় করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যালিফোর্নিয়াতেও স্বমহিমায় মোদী। নিজের অসাধারণ ও অনবদ্য বাচননৈপুণ্যের জেরে কখনও স্যাপ সেন্টারে উঠল হাসির রোল তো কখনও হাততালিতে গমগম করল সভাঘর। [ সিলিকন ভ্যালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সেরা ১০ উক্তি!]

এদিন স্যাপ সেন্টারে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে বক্তৃতা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার থেকেই সেরা ১০ উক্তি তুলে ধরা হল এখানে। [(ভিডিও) সিলিকন ভ্যালিতে ডিজিটাল ইন্ডিয়া সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পূর্ণ বক্তৃতা!]

উক্তি ১

উক্তি ১

২৫ বছরে অনেক কিছু বদলেছে। ক্যালিফোর্নিয়ায় এসে আমি ভারতের স্পন্দনশীল ভাবমূর্তি অনুভব করলাম।

উক্তি ২

উক্তি ২

কি বোর্ডে আপনাদের আঙুলের ম্যাজিক ভারতকে একটা নতুন পরিচয় দিয়েছে। আমরা বিশ্বকে পাল্টানোর জন্য জোর দিতে পেরেছি।

উক্তি ৩

উক্তি ৩

যারা নিজেকে বদলাতে অস্বীকার করবে আমার মনে হয় এই একবিংশ শতাব্দীতে তারা ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

উক্তি ৪

উক্তি ৪

একবিংশ শতক ভারতের, এটা এখনও বিশ্বও মানছে। এই পরিবর্তন মোদী আনেনি। এনেছে ১২৫ কোটি ভারতীয়। কখনও ভেবেছেন মেধার নিষ্কাশনে মেধার বৃদ্ধি হচ্ছে? এগুলি মেধার নিষ্কাশন নয়, বরং মেধার সঞ্চয়।

উক্তি ৫

উক্তি ৫

ছেলে ২৫০ কোটি টাকা বানিয়েছে, মেয়ে ৫০০ কোটি টাকা বানিয়েছে, জামাই হাজার কোটি টাকা বানিয়েছে, এতদিন ধরে এইসব শুনে শুনে কানোর পোকা বেরিয়ে গেছেন কি না? (জামাই প্রসঙ্গ টেনে ফের একবার সোনিয়াকে খোঁচা মোদীর।)

উক্তি ৬

উক্তি ৬

একসময়ে বিশ্ব ভারতের মজা ওড়াতো। এখন ভারতকে কেন্দ্র হিসাবে দেখছে। এখন সবাই ভারতের সঙ্গে সংযুক্ত হতে চাইছে।

উক্তি ৭

উক্তি ৭

অনেকে আমায় জিজ্ঞাসা করেন আমি এত আত্মবিশ্বাস কোথা থেকে পাচ্ছি? আমি কী করে এত আত্মবিশ্বাসী যে ভারত উন্নতি করবেই? আমি আত্মবিশ্বাসী কারণ আমার দেশ তরুণ। আমাদের জনসংখ্যার ৬৫ শতাংশই ৩৫ বছর বয়সের নিচে।

উক্তি ৮

উক্তি ৮

উপনিষদ থেকে আমরা এগিয়ে গিয়েছি উপগ্রহে। প্রথম চেষ্টাতেই মঙ্গল অভিযানে সফল ভারত।

উক্তি ৯

উক্তি ৯

জ্যাম (JAM)নীতির মাধ্যমে আমরা এগিয়ে চলেছি। জনধন অ্যাকাউন্ট (J),আধার কার্ড (A),মোবাইল গভর্ন্যান্স (M)।

উক্তি ১০

উক্তি ১০

বিশ্বের সামনে এখন ২টি বড় সমস্যা রয়েছে। সন্ত্রাসবাদ এবং গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বউষ্ণায়ণ। ভাল সন্ত্রাসবাদ বা খারাপ সন্ত্রাসবাদ দিয়ে মানবতার রক্ষা করা সম্ভব নয়। সন্ত্রাসবাদ শুধু সন্ত্রাসবাদই।

English summary
Top 10 Quotes of PM Narendra Modi's Speech in San Jose
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X