For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উজবেকিস্তানে এসসিও সম্মেলনে পাকিস্তান ও চিনের সঙ্গে ভারতের অংশগ্রহণ,মোদী ও পুতিন বৈঠকের সম্ভাবনা

উজবেকিস্তানের এসসিও সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে মোদীর বৈঠকের সম্ভাবনা

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার থেকে উজবেকিস্তানে শুরু হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানইজেশনের সম্মেলন। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে অংশ নেবেন বলে জানা গিয়েছে। ২০২০ সালে করোনা মহামারীর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বশরীরে কোনও সম্মেলনে উপস্থিত থাকছেন। অন্যদিকে, করোনা মহামারীর পর চিনা প্রেসিডেন্ট সি জিনপিং প্রথমবার দেশের বাইরে সফরে যাচ্ছেন।

 মোদীর সঙ্গে শরিফের বৈঠকের সম্ভাবনা নেই

মোদীর সঙ্গে শরিফের বৈঠকের সম্ভাবনা নেই

নয়াদিল্লি জানিয়েছে, সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন। তবে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পৃথকভাবে বৈঠকের সম্ভাবনা কম বলেই নয়াদিল্লি জানিয়েছেন। পাশাপাশি পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র আসিম ইফতিকার জানিয়েছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে পৃথকভাব বৈঠকে কোনও সম্ভাবনা শেহবাজ শরিফের নেই। চিনের বিদেশ মন্ত্রকের তরফে শি জিনপিংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ড ভ্লাদিমির পুতিনের বৈঠক নিশ্চিত করেছে। অন্যদিকে, রুশ কূটনীতিকরা এই বৈঠক নিশ্চিত করেছে বলে জানা গিয়েছে।

মোদীর সঙ্গে জিনপিংয়ের বৈঠক

মোদীর সঙ্গে জিনপিংয়ের বৈঠক

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শি জিনপিং সম্মেলনের পাশাপাশি পৃথকভাবে কোনও বৈঠক করবেন কি না, সেই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায় না। তবে পূর্ব লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে উত্তেজনার পর মোদীর সঙ্গ জিনপিংয়ের এই প্রথম সাক্ষাৎ হচ্ছে। কাজেই এই সাক্ষাৎ যে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার পেট্রোল পয়েন্ট ১৫ বা গোগরা হটসম্প্রিং এলাকা থেকে দুই দেশ১৬ দফা বৈঠকের পর সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে। এই পরিস্থিতি চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা দেখা দিয়েছে।

রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

ইউক্রেনের সামরিক অভিযানের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম কোনও বৈঠকে অংশগ্রহণ করছেন। এই সময় ভারত মিত্র দেশ হিসেবে পরোক্ষে রাশিয়াকে সমর্থন করেছে। তীব্র পশ্চিমি চাপের পরেও ভারত রাশিয়ার থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। এই পরিস্থিতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নয়া সদস্য দেশ

নয়া সদস্য দেশ

২০০১ সালের জুন মাসে এসসিও চালু হয়। এই এসসিও এর অন্তর্ভুক্ত আটটি পূর্ণ সদস্যের দেশ রয়েছে। তারমধ্যে ছয়টি প্রতিষ্ঠাতা দেশ হল চিন, খাজাকস্তান, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান পূর্ণ দেশ হিসেবে যোগ দেয়। সমরকন্দ এসসিও শীর্ষ সম্মেলনের সদস্য দেশ হিসেবে সম্প্রতি সম্প্রসারণ হয়েছে। ইরান আনুষ্ঠানিকভাবে এশিয়ার এই গ্রুপে সদস্য দেশ হিসেবে যোগ দিয়েছে।

English summary
India confirm PM Narendra Modi Talks with Russian President Vladimir Putin
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X