For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুইৎজারল্যান্ড, যুক্তরাষ্ট্রের পরে এবার এনএসজি ইস্যুতে ভারতকে সমর্থন মেক্সিকোরও

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

সুইৎজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের পরে এবার এনএসজি (নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ) সদস্যপদ ইস্যুতে দক্ষিণ আমেরিকার দেশ মেক্সিকোর সমর্থনও পেয়ে গেল ভারত। এদিন মেক্সিকোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছনোর পরই এই ঘোষণা করল সেদেশের সরকার।

মেক্সিকোর রাষ্ট্রপতি এনরিকে পেনিয়া নিয়েতো যৌথ সাংবাদিক সম্মেলনে মোদীজিকে পাশে নিয়ে এই ঘোষণা করেন। জানান, ভারতের এনএসজিতে অন্তর্ভুক্তি নিয়ে তাদের কোনও আপত্তি নেই বরং সর্বতোভাবে নয়াদিল্লির পাশে থাকতেই আগ্রহী তাঁরা।

মেক্সিকোয় পৌঁছলেন নরেন্দ্র মোদী, পেলেন এনএসজির জন্য সমর্থনও

এর আগে সুইৎজারল্যান্ডের পাশাপাশি মেক্সিকোও ভারতের এনএসজিতে সদস্যপদ পাওয়া নিয়ে আপত্তি তুলেছিল। তবে যেভাবে সুইৎজারল্যান্ড সরকার ও পরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক সমর্থন পেয়েছে ভারত, এরপর মেক্সিকোর পক্ষে অরাজি হওয়ার মতো কোনও কারণ ছিল না।

মেক্সিকোর রাষ্ট্রপতি এনরিকে পেনিয়া নিয়েতো স্পষ্টতই জানান, এনএসজিতে ভারতের সদস্যপদের বিষয়ে গঠনমূলক ও ইতিবাচক সমর্থন রয়েছে তাঁর সরকারের। এদিন মেক্সিকান রাষ্ট্রপতির সঙ্গে নানা কূটনৈতিক বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর গোপন বৈঠকও হয়েছে বলে জানা গিয়েছে। সমস্ত কাজ মিটিয়ে এদিন রাতেই ভারতের উদ্দেশে রওনা দেবেন নরেন্দ্র মোদী।

English summary
PM Modi secures Mexico's support for NSG membership bid
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X