For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত নির্বাচনে পাকিস্তান ইস্যুতে মোদী-আয়ার তরজায় এই টিপ্পনি পাক মন্ত্রীর

পাকিস্তানে বৈঠক ইস্যুতে সাসপেন্ড হওয়া কংগ্রেস নেতা মনিশঙ্কর আয়ার ও মোদীর তরজার মধ্যেই এবার মুখ খুললেন পাকিস্তানের মন্ত্রী খুরশিদ কাসুরি।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানে বৈঠক ইস্যুতে সাসপেন্ড হওয়া কংগ্রেস নেতা মনিশঙ্কর আয়ার ও মোদীর তরজার মধ্যেই এবার মুখ খুললেন পাকিস্তানের মন্ত্রী খুরশিদ কাসুরি। উল্লেখ্য, মনিশঙ্কর আয়ার আয়োজিত পাকিস্তানে যে ডিনার পার্টির উল্লেখ মোদী করেছেন , সাই পার্টিতে হাজির ছিলেন মন্ত্রী খুরশিদ। আর মুখ খুলেই তিনি জানিয়েছেন মোদী গোটা ঘটনাই বানিয়ে বলছেন।

গুজরাত নির্বাচনে পাকিস্তান ইস্যুতে মোদী-আয়ার তরজায় এই টিপ্পনি পাক মন্ত্রীর

এক পাকিস্তানি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী খুরশিদ জানিয়েছেন, 'আমি অবাক হয়ে যাচ্ছি ... আমি ডিনারে গিয়েছিলাম, ... আর বলা হচ্ছে ষড়যন্ত্র করেছে পাকিস্তান.. ওই ডিনারে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, প্রাক্তন সেনা প্রধান দীপক কাপুর, ৪ জন বিজেশ সচিব, প্রাক্তন ভারতীয় কূটনীতিবিদরা, সেনা বিশেষজ্ঞরা ... আর বলা হচ্ছে পাকিস্তান ষড়যন্ত্র করছে। গোটাটাই বানানো গল্প।'

উল্লেখ্য, এর আগে মোদীকে 'নীচু ব্যক্তি' বল কটুক্তি করেন কংগ্রেস নেতা মনিশঙ্কর আয়ার। আর তার পাল্টা জবাবে মোদী বলেন , পাকিস্তানে গিয়ে মনিশঙ্কর আয়ার , পাকিস্তানিদের কাছে মোদীকে হত্যা করার সুপারি দিয়ে আসেন। এই বক্তব্য ঘিরেই দানা বাঁধে বিতর্ক। প্রধানমন্ত্রী মোদীকে কটুক্তি করার জন্য সাসপেন্ড হন মনিশঙ্কর আয়ার। সেই বিতর্ক আরও একটু উস্কে পাকিস্তানি মন্ত্রী কসুরি বলেন, ভোটের জন্য মোদী এই ধরনের কথা বলছেন। কারণ মোদী জানেন পাক প্রসঙ্গ তুলে ভোট টানা যাবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যনজক ঘটনা।

English summary
Former Pakistan minister Khurshid Kasuri, who attended a private dinner hosted by now-suspended Congress leader Mani Shankar Aiyar, described Prime Minister Narendra Modi’s claim that Pakistan was interfering in the Gujarat Assembly elections as “ajeeboghareeb kahaani jiska koi sar pair nahin hai” — (a strange story with no basis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X