For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগান ফেরত মোদী হঠাৎ গোত্তা খেলেন পাকিস্তানে

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর : দু'দিনের রাশিয়া সফর সেরে এদিন সকালে আফগানিস্তানে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দু'দেশের নির্ধারিত নানা কর্মসূচি সেরে দেশে ফেরার কথা ছিল। তবে তার আগেই এল ট্যুইস্ট ও একটি টুইট।

ঘটনা হল, সফরের মাঝেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এদিন টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানান মোদীজি। পরে এমনকী ফোন করেও শরিফকে শুভেচ্ছা বার্তা দেন তিনি।

আফগান ফেরত মোদী হঠাৎ গোত্তা খেলেন পাকিস্তানে

সূত্রের খবর, তখনই মোদীজিকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানান সেদেশের প্রধানমন্ত্রী। আর সঙ্গে সঙ্গেই সেই ডাকে সাড়া দিয়ে প্রথমবারের জন্য পাকিস্তান সফরে রাজি হলেন তিনি। আফগানিস্তান থেকে ভারতে আসার বদলে সরাসরি পাকিস্তানে উড়ে গিয়েছেন তিনি।

এই খবর আসার পরই রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ যেমন প্রতিক্রিয়ায় এই ঝটিতি সফরকে সাধুবাদ জানিয়েছেন। প্রতিবেশী দেশের সঙ্গে এমনই সম্পর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে বিরোধী দলগুলি এমন পদক্ষেপে দু'দেশের সম্পর্কের উন্নতি হবে বলে মনে করছে না। যেখানে পাকিস্তানের মতো দেশ বারবার ভারতকে নানাভাবে আঘাত করে চলেছে। সেই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণকে রাজনৈতিক চমক ছাড়া আর কিছুই নয় বলেই মত বিরোধীদের।

English summary
PM Modi makes surprise stopover in Pakistan, meet Nawaz Sharif
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X