For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমিরশাহীতেও চালু হল রুপে কার্ড, মোদী কিনলেন পুজোর মিষ্টি

শনিবার সংযুক্ত আরব আমিরশাহী ও বাহরিনে গিয়ে ভারতীয় রুপে কার্ডের প্রচলন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

শনিবার সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে ভারতীয় রুপে কার্ডের প্রচলন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দেশের সফরে প্রধানমন্ত্রী বেরিয়েছেন। সেখান থেকে তিনি যাবেন জি৭ সম্মেলনে। সফররত দেশের মধ্যে একটি দেশ হল সংযুক্ত আরব আমিরশাহী। সেখানেই রুপে কার্ডের প্রচলন করেন এবং তা দিয়ে মিষ্টি কেনেন বাহরিনের শ্রীনাথ মন্দিরে পুজো দেবেন বলে।

আমিরশাহী, বাহরিনেও চালু হল রুপে কার্ড, মোদী কিনলেন মিষ্টি

জানা গিয়েছে, মোদীর এই আমিরশাহী সফরে কয়েকজন বড় মাপের এনআরআই ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এবং সকলে নরেন্দ্র মোদীর উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। আমিরশাহীতে প্রত্যেক বছর ৩০ লক্ষ ভারতীয় ঘুরতে যান। সেখানে রুপে কার্ডের প্রচলন হওয়ার ফলে বিনিময় মূল্যে অনেকটা ছাড় পাবেন ভারতীয়রা। যার ফলে তাঁদের অনেকটা সাশ্রয় হবে।

দুবাইয়ের ১ লক্ষ ৭৫ হাজার ব্যবসায়ীর কাছে এই রুপে কার্ড গ্রহণযোগ্য হবে। এবং সেদেশের ৫ হাজার এটিএমে রুপে কার্ড ব্যবহার করে অর্থ সংগ্রহ করা যাবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সেখানকার ব্যবসায়ীদের কাছে এদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক অবস্থা ভারতকে বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলেছে। ফলে এদেশে তাঁদের ব্যবসার সুযোগ রয়েছে।

English summary
PM Modi launches Rupay Card in UAE, Bahrain, bought sweets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X