For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Russia-Ukraine War: পারমাণবিক অস্ত্র নিয়ে PM Modi প্রভাবিত করেছেন রাশিয়াকে! CIA প্রধানের দাবিতে জল্পনা

Russia-Ukraine War: পারমাণবিক অস্ত্র নিয়ে PM Modi প্রভাবিত করেছেন রাশিয়াকে! CIA প্রধানের দাবিতে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

গত ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে রাশিয়া ইউক্রেনে হানাজারি শুরু করেছে। একাধিকবার তারা পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছে। যদিও এখনও রাশিয়া সেই পথে হাঁটেনি। এর পিছনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদান রয়েছে। আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ সিআইএ-র ডিরেক্টর উইলিয়াম বার্নস বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এব্যাপারে প্রভাবিত করতে পেরেছেুন রাশিয়াকে।

রাশিয়ার ওপরে প্রভাব

রাশিয়ার ওপরে প্রভাব

এক সাক্ষাৎকারে সিআইএ-র ডিরেক্টর বলেছেন, তিনি মনে করেন, বিষয়টি খুবই কার্যকর হয়েছে। কেননা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-ও পারমাণবিক অস্ত্রের ব্যবহারের হুমকি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি মনে করেন, বিষয়টি রাশিয়ার ওপরে প্রভাব ফেলেছে। এই মুহূর্তে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনার কোনও প্রমাণ দেখতে পাচ্ছেন না বলেও জানিয়েছেন। তিনি আরও বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট তাঁর দেশবাসীর উদ্দেশে পারমানবিক অস্ত্র ব্যবহারের ভয়াবহতার কথাও বলেছেন।

সব উপায়ে যুদ্ধের হুঁশিয়ারি

সব উপায়ে যুদ্ধের হুঁশিয়ারি

সিআইএ প্রধান নিজের সঙ্গে রাশিয়ার গোয়েন্দা সংস্থার এক কর্তা সার্গেই নারিশকিনের কথোপকথনের কথাও উল্লেখ করেছেন। গত ৩ ডিসেম্বর পুতিন যুদ্ধ জারি থাকবে বলে জানিয়েছিলেন। পাশাপাশি তিনি (পুতিন) পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান হুমকি নিয়ে সতর্ক করেছিলেন।সব ধরনের যুদ্ধে রাশিয়া তৈরি বলেও জানিয়েছিলেন পুতিন। এর থেকেই পরিষ্কার, রাশিয়া কোনওভাবেই প্রথমে এই ধরনের অস্ত্র ব্যবহার করবে না। নিজেদের ভূখণ্ডে আক্রমণের ক্ষেত্রে তার সম্ভাবনার কথা জানিয়েছিলেন পুতিন।

আলোচনা ও কূটনীতিতেই জোর ভারতের

আলোচনা ও কূটনীতিতেই জোর ভারতের

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারত বারে বারে সমস্যার সমাধানে আলোচনা ও কূটনীতিতেই জোর দিয়ে আসছে। রাষ্ট্রসংঘে একাধিকবার ভোটভুটির সময়েও ভারত এই কথাই বারে বারে বলেছে। কোন হিংসা ছাড়াই যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে তা বারে বারে বলেছে ভারত।

 শেষ কথোপকথনেও কূটনৈতিক আলোচনার আহ্বান

শেষ কথোপকথনেও কূটনৈতিক আলোচনার আহ্বান

উল্লেখ করা যেতে পারে গত ১৬ ডিসেম্বর টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেষ কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতে ফের একবার কূটনৈতিক পর্যায়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন। এব্যাপারে এগিয়ে যেতে আলোচনাই একমাত্র পথ বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী অফিসের তরফে দেওয়া বিবৃতিতে এমনটাই জানানো হয়। এর আগে গত সেপ্টেম্বরে সমরকন্জে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে মুখোমুখি বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, নরেন্দ্র মোদীর অনুরোধে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার অবস্থানের মৌলিক মূল্যয়ন করেছেন।

প্রসঙ্গত সমরকন্দে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, আজকের যুগ যুদ্ধের নয়। প্রধানমন্ত্রী মোদী ভারতের সঙ্গে রাশিয়ার দশকের পর দশক ধরে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছিলেন অক্টোবরে। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ইউক্রেন-সহ বিভিন্ন দেশের পারমানবিক কেন্দ্রগুলির নিরাপত্তায় গুরুত্ব দেয়। কেননা এর কোনও ক্ষতি হলে, তার প্রভাব জনজীবনে তীব্র ভাবে পড়বে।

Narendra Modi in North East: উত্তর-পূর্বের সব বাধা-বিভাজনে লাল কার্ড এনডিএ-র! বিরোধীদের নিশানা মোদীর Narendra Modi in North East: উত্তর-পূর্বের সব বাধা-বিভাজনে লাল কার্ড এনডিএ-র! বিরোধীদের নিশানা মোদীর

English summary
PM Modi influences Russia on nuclear weapons on war with Ukraine, claims CIA chief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X