For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর বন্ধু হয়ে ভারতের পাশে ইজরায়েল প্রধানমন্ত্রী, পুলওয়ামা জঙ্গি হামলায় জানালেন সমবেদনা

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৪ সেনা-জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় ভারতের পাশে দাঁড়াল ইজরায়েল।

  • |
Google Oneindia Bengali News

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৪ সেনা-জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় ভারতের পাশে দাঁড়াল ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে বলেন, আমরা আপনার সঙ্গে আছি। এই জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করছি। শহিদ পরিবারের সদস্যদের প্রতি রইল আমার সমবেদনা।

এদিন এক বিবৃতিতে ইজারায়েলের প্রধানমন্ত্রী এদিন মোদীকে আমার প্রিয় বন্ধ সম্বো্ধনে ভূষিত করেন। ইজরায়েলের তরফে তিনি সমবেদনা জানান ভারতের শহিদ পরিবারের প্রতি। আমেরিকা থেকে শুরু করে ইজারায়েল-সহ বহু দেশের তরফে পাশে থাকার বার্তা এসেছে, কিন্তু চিন এই ঘটনায় ভারতের পাশে দাঁড়ায়নি।

মোদীর বন্ধু হয়ে ভারতের পাশে ইজরায়েল প্রধানমন্ত্রী, পুলওয়ামা জঙ্গি হামলায় জানালেন সমবেদনা

তবে ভারত পিছু হটছে না। দেশে সন্ত্রাসের থাবায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান শহিদ হওয়ায় প্রতিটি রক্তবিন্দুর দাম দিতে হবে বলে বার্তা দিয়েছে কেন্দ্র। এদিনই সুরক্ষা বিষয়ক একটি বৈঠকের পর কেন্দ্রের তরফে পাকিস্তানের মোস্ট ফেভারড নেশন মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা করে বলা হয়, কড়া মূল্য চোকাতে হবে, তা স্মরণ করিয়ে দেওয়া হয়। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শ্রীনগরে গিয়ে শহিদের কফিন কাঁধে তুলে শেষ শ্রদ্ধা জানান। পাকিস্তান হাই কমিশনারকে তলব করা হয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে। জইশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

[আরও পড়ুন:আর কুর্সি চাই না, এবারই শেষ! সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী][আরও পড়ুন:আর কুর্সি চাই না, এবারই শেষ! সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী]

উল্লেখ্য, বৃহস্পতিবার ২৫০০ জনের সিআরপিএফ-এর একটি দলকে নিয়ে ৭০টি গাড়ির একটি কনভয় পুলওয়ামা দিয়ে যাচ্ছিল। সেই সময়ই আত্মঘাতী জঙ্গি হামলা হয়। ভয়াবহ এই সন্ত্রাসবাদী হামলায় হতচকিত হয়ে যান সকলে। পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রীও।

[আরও পড়ুন: কেড়ে নেওয়া হল পাকিস্তানের 'মোস্ট ফেভারড নেশন'-এর মর্যাদা, এটি আসলে কী ][আরও পড়ুন: কেড়ে নেওয়া হল পাকিস্তানের 'মোস্ট ফেভারড নেশন'-এর মর্যাদা, এটি আসলে কী ]

English summary
PM of Israel Benjamin Netanyahu sends condolences to the families of the victims in terrorist attack in Polwama,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X