For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনের আকাশে প্লেন ও হেলিকপ্টারের ভয়ঙ্কর সংঘর্ষ, বাড়ছে মৃতের সংখ্যা

এক ভয়ঙ্কর দুর্ঘটনায় ধ্বংস হয়ে গেল একটি হেলিকপ্টার এবং একটি বিমান। ব্রিটেনের বাকিংহামশায়ের ঘটা এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

Google Oneindia Bengali News

ব্রিটেনের আকাশে মুখোমুখি সংঘর্ষে ধ্বংস হয়ে গেল একটি হেলিকপ্টার ও একটি বিমান। ভারতীয় সময় সন্ধে ৭টা এবং ব্রিটেনের সময়ানুযায়ী দুপুর বারোটায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে বাকিংহামশায়ারের ওয়াডডেসডন নামে একটি গ্রামে বিমানটি ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ভেঙে পড়ে। যেখানে বিমান ও হেলিকপ্টারের জ্বলন্ত ভগ্নাবশেষ এসে পড়ে তার একদম কাছেই রয়েছে ওয়াডডেসডন ম্যানোর নামে একটি খামারবাড়ি। সেখানকার মুখপাত্র জানিয়েছেন, ঘটনার সঙ্গে সঙ্গে তাঁদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তাঁরা ঘটনাস্থলে প্রাথমিকভাবে উদ্ধার কাজও শুরু করে। এমনকী, উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে নিয়ে যেতে ওয়াডডেসডন ম্যানোরের কর্মীরা উদ্যোগ নেয় বলেও জানানো হয়েছে।

মাঝ আকাশে দুই উড়ানের মধ্যে সংঘর্ষ

এখনও পর্যন্ত পাওয়া খবরে ঘটনাস্থল থেকে তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। দাবি করা হচ্ছে যে বিমানটি মাঝ আকাশে এই সংঘর্ষে ধ্বংস হয়েছে তা একটি সেসনা বিমান। এতে একজন পাইলট ছাড়াও আর এক জনের বসার ব্যবস্থা আছে। হেলিকপ্টারে ঠিক কতজন লোক ছিলেন তা এখনও জানা যায়নি।

জানা গিয়েছে দু'টি উড়ানই গ্রামের কাছে থাকা হাই ওয়াইকম্বের কাছে ওয়াইকম্ব এয়ার পার্ক যা আবার বুকার এয়ারফিল্ড নামে পরিচিত সেখান থেকে আকাশে উড়েছিল। এই বিমান বন্দরটি মূলত বিমান ও হেলিকপ্টার উড়ানের প্রশিক্ষণ দেওয়া হয়।

দুর্ঘটনার খবর পেয় সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় আপতকালীন বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেই সঙ্গে পৌঁছয় বাকিংহামশায়ারের দমকলবাহিনীও। দুর্ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে। এলাকা থেকে সংগ্রহ করা হচ্ছে উড়ানের ধ্বংসাবশেষ।

English summary
A helicopter and another aircraft have been involved in a mid-air collision in Buckinghamshire.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X