For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ন্যান্সি পেলোসির এশিয়া সফর শুরুর সঙ্গেই চিনের সামরিক মহড়া, আমেরিকাকে কড়া বার্তা জিনপিংয়ের

ন্যান্সি পেলোসির এশিয়া সফর শুরুর সঙ্গেই চিনের সামরিক মহড়া, আমেরিকাকে কড়া বার্তা জিনপিংয়ের

Google Oneindia Bengali News

ন্যান্সি পেলোসির এশিয়া সফরের শুরুর সঙ্গে সঙ্গে সামরিক মহড়া শুরু করল চিন। মনে করা হচ্ছে আমেরিকা ও চিনের বিরোধীদের চাপে রাখতেই এই মহড়া দেওয়া হচ্ছে। যদিও সেই দাবি চিনা প্রশাসনের তরফে অস্বীকার করা হয়েছে। চিনা প্রশাসন দাবি করেছে, বেজিং ৯৫ তম সেনা দিবস উদযাপন করতেই এই মহড়ার আয়োজন করেছে। রবিবার থেকে চিনের পিপলস লিবারেশন আর্মি সামরিক অভিযান শুরু করে বলে জানা গিয়েছে।

সামরিক মহড়ায় চিনা সেনাবাহিনী

সামরিক মহড়ায় চিনা সেনাবাহিনী

চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, চিনা সেনাবাহিনী সামরিক মহড়ায় একটি ডিএফ-১৭ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, একটি উভচর অ্যাসাল্ট জাহাজ (যেটি স্থলে ও জলে উভয় জায়গাতেই চলাচলে সক্ষম), একটি এরিয়াল ট্যাঙ্কার প্রদর্শন করেছে। অন্য দিকে, চিনা প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, তাইওয়ান প্রণালীতে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে এই অস্ত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ন্যান্সি পেলোসির এশিয়া সফরে তাইওয়ানের উল্লেখ থাকার পর থেকেই চিন তীব্র প্রতিক্রিয়া দেখায়।

তাইওয়ান ইস্যুতে চিনের হুমকি

তাইওয়ান ইস্যুতে চিনের হুমকি

কিছু দিন আগেই হোয়াইট হাউসের তরফে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির এশিয় সফরের কথা ঘোষণা করা হয়। সেখানে তাইওয়ানের উল্লেখ ছিল। এরপরেই একের পর এক প্রতিক্রিয়া দেখাতে থাকে বেজিং। চিনা প্রশাসনের এক মুখপাত্র টুইটারে যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, ন্যান্সি পেলোসির বিমান তাইওয়ানের আকাশ সীমায় পৌঁছলে, চিনা গুলি করে নামাবে। যদিও পরে টুইটটি সরিয়ে দেওয়া হয়। তবে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরিণাম আমেরিকাকেই নিতে হবে। দেখায়। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝা লিজিয়ান বলেন, আমেরিকার এই সিদ্ধান্ত চিনের সার্বভৌমত্ব লঙ্ঘিত করছে। চিন তাদের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষা করতে উপযুক্ত ব্যবস্থা নেবে। এই সফরের জেরে যে কোনও পরিণতির দায় আমেরিকাকে নিতে হবে বলেও তিনি হুমকি দেন। চিনের প্রতিরক্ষা মন্ত্রক তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। চিনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে স্থানীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ন্যান্সি পোলসি তাইওয়ান গেলে চুপ করে বসে থাকবে না চিনা পিপলস লিবারেশন আর্মি। তারা যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।

এশিয়া সফরে নেই তাইওয়ানের নাম

এশিয়া সফরে নেই তাইওয়ানের নাম

এরপরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হয়। তারপরেই পেলোসির এশিয়া সফরের তালিকায় দেখা যায়নি তাইওয়ানের নাম। রবিবার এশিয়া সফর শুরুর আগে ন্যান্সি পোলসির একটি একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, তিনি বলেন, 'আমেরিকার কংগ্রেসের একটি দল ইন্দো-প্যাসিফিক সফর শুরু করছেন। আমেরিকার মিত্র শক্তিদের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে এই সফর। শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক বৃদ্ধি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, করোনা মহামারী, মানবাধিকার সহ একাধিক বিষয়ে ইন্দো-প্যাসিফিকে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা হবে। মিত্র দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক হবে।' জানা গিয়েছে, পেলোসির নেতৃত্বে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল সিঙ্গাপুর, মালেশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান সহ একাদিক দেশে যাবেন।

English summary
PLA hold military drill to warn Pelosi on Taiwan issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X