For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসে অবরূদ্ধ উহান, ঝাঁপিয়ে পড়েছে পিপলস লিবারেশন আর্মি

চিনে নোবেল করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫০০-র কাছে। সব থেকে ক্ষতিগ্রস্ত হুবেই প্রদেশের উহান। সেখানেই সব থকে বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় তৎপর চিন প্রশাসন।

  • |
Google Oneindia Bengali News

চিনে নোবেল করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫০০-র কাছে। সব থেকে ক্ষতিগ্রস্ত হুবেই প্রদেশের উহান। সেখানেই সব থকে বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় তৎপর চিন প্রশাসন। করোনা ভাইরাস আর যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য মোতায়েন করা হয়েছে পিপলস লিবারেশন আর্মিকে। এবার পিএলএই আক্রান্তদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানা গিয়েছে।

পিএলকে আদেশ প্রেসিডেন্টের

পিএলকে আদেশ প্রেসিডেন্টের

২৯ জানুয়ারি চিনের প্রেসিডেন্ট জিংপিং পিএলকে দেওয়া আদেশে বলেছিলেন দায়িত্ব পালনের জন্য। পাশাপাশি করোনাভাইরাস মহামারির আকার নেওয়ার তার মোকাবিলায় চিনের কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তেরও প্রশংসা করেছিলেন। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে পিএলএ-র এয়ারফোর্স। ২ ফেব্রুয়ারি ৭৯৫ জন মেডিক্যাল স্টাফ এবং ৫৮ টন সামগ্রি নিয়ে উহানে গিয়েছে।

৯ দিনেই হাসপাতাল তৈরি

৯ দিনেই হাসপাতাল তৈরি

করোনা ভাইরাসের মোকাবিলায় ৯ দিনেই হাসপাতাল তৈরি করেছে চিন। সেখানে ৩ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করেছে পিএলএ। ইতিমধ্যেই সেনাবাহিনীর তরফে ১৪০০ জওয়ানকে নামানো হয়েছে। হাসপাতালে শয্যা সংখ্যা ১ হাজার। এই ১৪০০ জনের মধ্যে ৯৫০ জনকে নেওয়া হয়েছে জয়েন্ট লিজিস্টিকস সাপোর্ট ফোর্স থেকে। বাকিদের নেওয়া হয়েছে সেনার মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে।

অনেকেরই অভিজ্ঞতা রয়েছে সার্স কিংবা ইবোলা মোকাবিলায়

অনেকেরই অভিজ্ঞতা রয়েছে সার্স কিংবা ইবোলা মোকাবিলায়

যে সব পিএলএ জওয়ানকে করোনা ভাইরাসের মোকাবিলায় মোতায়েন করা হয়েছে, তাঁদের মধ্যে অনেকেরই সার্স এবং লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলা মোকাবিলায় অভিজ্ঞতা রয়েছে। আপাতত একমাসের জন্য তাদের সেখেনা পাঠানো হয়েছে।

English summary
PLA has now been deployed to halt outbreak Coronavirus in Wuhan in Hubei Province
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X