For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হঠাৎ করে প্লেন চালাতে চালাতে ঘুমিয়ে পড়েলেন পাইলট, তারপর কী হল ভাবুন তো?

হঠাৎ করে প্লেন চালাতে চালাতে ঘুমিয়ে পড়েলেন পাইলট, তারপর কী হল ভাবুন তো?

Google Oneindia Bengali News

ভয়ঙ্কর কাণ্ড যাকে বলে। মাঝ আকাশে বিমান চালাতে চালাতে ঘুমিয়ে পড়লেন চালক। দুর্ঘটনা ঘটতে পলক সময় লাগত না। ভাবলেই গা শিউরে উঠবে সকলের। কীভাবে যাত্রীদের প্রাণের এত বড় ঝুঁকি নিলেন পইলট। ভারতে নয় এমন ঘটনা ঘটেছে ইথিওপিয়ায়। সেই বিমানকে িনরাপদে ল্যান্ড করাতে হিমসিম খেতে হয়েছে সকলকে।

হঠাৎ করে প্লেন চালাতে চালাতে ঘুমিয়ে পড়েলেন পাইলট, তারপর কী হল ভাবুন তো?

ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান। তিনশো থেকে চারশো যাত্রী নিয়ে সফর করছিল। সুদােনর খরতুম থেকে ইথিওপিয়ার রাজধানী আসছিল বিমানটি। সেটি যখন মধ্য গগনে ৩৭,০০০ ফুট উঁচুতে ঠিক তখনই বিমানটি অটো পাইলটে রেখে পাইলট ঘুমিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ আকাশে চলতে চলতে এটিএসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেটি। কিছুতেই বিমানটির সঙ্গে যোগাযোগ করা যচ্ছিল না।

এদিকে পাইলট তখন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। এমনকী রানওয়ের উপর দিয়ে বেশ কয়েকবার বিমানটি উড়ে গিয়েছে। তারপরেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। কী হচ্ছে কেউ বুঝে উঠতে পারছিলেন না। এমনকি বিমােনর ক্রু মেম্বাররা চমকে গিয়েছিলেন। তাঁরা বুঝে উঠতে পারছিলেন না কি ঘটছে।

শেষ পর্যন্ত চালকের ঘরে গিয়ে ক্রু দেখেন পাইলট ঘুমোচ্ছেন। তঁাকে ডেরে তোলা হয়। ঘুম থেকে উঠেই হুঁস ফেরে তাঁদের। তরপরে এটিএসের সঙ্গে যোগাযোগ করে কোনো রকমে অবতরণ করানো হয় বিমানটির। পাইলট কেন ঘুমিয়ে পড়েছিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। পরের উড়ান চালাতে দেয়া হয়নি পাইলটকে।

IRCTC থেকে কমফার্ম তৎকাল রেলের টিকিট কীভাবে পাবেন? জানুন খুঁটিনাটি IRCTC থেকে কমফার্ম তৎকাল রেলের টিকিট কীভাবে পাবেন? জানুন খুঁটিনাটি

সম্প্রতি ভারতে বিমানে একাধিক ত্রুটি ধরা পড়েছে। বিশেষ করে স্পাইস জেটের বিমানে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। স্পাইসজেটের বিমান নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। এমনকী ডিজিসিএ-র পক্ষ থেকেই স্পাইসজেটকে সতর্ক করা হয়েছে। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে তা নিয়ে সতর্ক করা হয়েছে স্পাইসজেটকে।

English summary
Pilot sleep in mid sky in plane,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X