ছবি প্রমাণ, মঙ্গলে রয়েছে প্রাণ, দাবি আমেরিকার গবেষকের
মঙ্গলে প্রাণের অস্তিস্ব রয়েছে কিনা তা প্রমাণ করতে মরিয়া বৈজ্ঞানিকদের দল। অন্যদিকে আমেরিকার ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বিশ্বাস যে মঙ্গলে প্রাণ রয়েছে। লাল গ্রহতে দেখা গিয়ে পোকার মত কিছু প্রাণীকে ঘুরে বেড়াতে, সে সংক্রান্ত প্রমাণও রয়েছে তাঁদের কাছে।

মঙ্গলে গিয়েছেন এমন অনেকের সৌজন্যপ্রাপ্ত ছবি দেখে অধ্যাপক এমিরিটাস উইলিয়াম রোমোসের গবেষণা করে দেখেন যে মঙ্গলে অসংখ্য কীট, যেগুলি মৌমাছির মতো দেখতে ঘুরছে। আবার কিছু ছবিতে সরীসৃপের মতো অববয়বও দেখা গিয়েছে। এমনকী এইসব প্রাণীর জীবাশ্মও রয়েছে সেখানে। রোমোসের বলেন, 'মঙ্গলে প্রাণের অস্বিত্ব ছিল এবং এখনও আছে।’ তিনি আরও বলেন, 'বিশেষ এক ধরেনরটেরান পতঙ্গের সঙ্গে মঙ্গলের পোকার সাদৃশ্য রয়েছে। তাদের ডানা, হাঁটাচলা এবং বিশেষ করে তাদের পাগুলি একেবারেই কোনও পোকার মতই।’ তিনি জানান অনেকেই মঙ্গল গ্রহের ছবি পাঠিয়েছেন। যেখানে পোকা এবং সরীসৃপের মত অববয়ব রয়েছে। উইলিয়ামের মতে, যে ছবিগুলি পাওয়া গিয়েছে সেগুলি যদি আরও একটু পরিস্কার করা হয় তাহলে দেহ, চোখ সবই স্পষ্ট হতে পারে। সেক্ষেত্রে তাঁর দাবি আরও শক্তিশালী হবে। তবে তিনি এও জানিয়েছেন দেহের ৩টি ভাগ, এক জোড়া অ্যান্টেনা ও ৮টি পা এটা বোঝার জন্য যথেষ্ট যে এগুলি পতঙ্গ।