For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার পফাইজার ভ্যাকসিন সরবরাহ শীঘ্র শুরু হচ্ছে! আমেরিকা কোন পরিকল্পনায়

  • |
Google Oneindia Bengali News

বহু কাঙ্খিত করোনর ভ্যাকসিন খুব শিগগিরই বাজারে আসন্ন। ফাইজার নিয়ে ট্রায়ালের তৃতীয় পর্যায়ে সাফল্যের তথ্য ইতিমধ্যেই চলে এসেছে সামনে। ৯০ শতাংশ সদর্থক মনোভাব নিয়ে এই ভ্যাকসিনকে ঘিরে আশা দেখছে বিশ্ববিজ্ঞান। এমন এক পরিস্থিতিতে এল আমেরিকার পরিকল্পনার বার্তা।

 শুরু নতুন যাত্রা!

শুরু নতুন যাত্রা!

জানা যাচ্ছে ২০২০ সালের ডিসেম্বর থেকে আমেরিকা পিফাইজার ভ্য়াকসিন প্রয়োগ করতে শুরু করবে। মার্কিন স্বাস্থ্য সচিব এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এর আগে ফাইজার ও বায়ো এনটেকের তরফে জানানো হয়েছে এই ভ্যাকসিন ৯০ শতাংশ ক্ষেত্রে সফল।

অপারেশন ব়্য়াপ স্পিড

অপারেশন ব়্য়াপ স্পিড

মার্কিন মুলুকের সরকার ও ফাইজার করোনার ভ্যাকসিন নিয়ে একটি ৬০০ মিলিয়ন ডোজের চুক্তিতে আবদ্ধ হয়েছে। সেই চুক্তি মূলত অপারেশন ব়্যাপ স্পিড নামে খ্যাত।

 কতগুলি ডোজ প্রতি মাসে!

কতগুলি ডোজ প্রতি মাসে!

মার্কিন স্বাস্থ্য সচিব জানিয়েছেন প্রতি মাসে ফাইজার ২০ মিলিয়ন ডোজ উৎপাদন করবে। এমনভাবে আগামী কয়েক মাস চলবে। যার ফলে বিশ্বে করোনা সুস্থতার হার খানিকটা কমবে বলে আশা।

ডিসেম্বরে ভ্যাকসিন

ডিসেম্বরে ভ্যাকসিন

প্রসঙ্গত, পর পর ভ্যাকসিন ২০২০ সালের ডিসেম্বর থেকেই আসতে শুরু করবে বলে খবর। সিরাম ইনস্টিটিট ইতিমধ্যেই জানিয়েছে যে তারা ২০২০ র শেষ থেকে ২০১ এর জানুয়ারির মধ্যে অক্সফোর্ড ভ্যাকসিন আনতে পারেন। এদিকে ফাইজারের খবরও বেশ আশা জাগাচ্ছে।

 মার্কিন মুলুকে করোনা পরিস্থিতি

মার্কিন মুলুকে করোনা পরিস্থিতি

মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত মোট ১০, ৫৮৮,৯৯৮ জন। নতুন করে করোনা তে আক্রান্ত হয়েছেন ২৩, ১৭৬ জন। সুস্থ হয়এছেন ৬,৬০৭৩০৬ জন।মৃত্যু হয়েছে ২৪৬,০৯২ জনের । এমন এক পরিস্থিতিতে এই ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী হবে বলে ধারণা অনেকের।

English summary
Pfizer's coronavirus vaccine to be distributed from December plans US
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X