For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপজেলা ভোটে প্রত্যাখ্যাত হয়েছে আওয়ামী লীগ, বলল বিএনপি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ঢাকা, ৪ মার্চ: উপজেলা নির্বাচনেই প্রমাণ হয়ে গেল জনগণের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন একটি বইপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবে এসেছিলেন তিনি। বলেন, ৫ জানুয়ারির সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মানুষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিল। কিন্তু উপজেলা নির্বাচনে সেটা পারেনি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন। এখনও পর্যন্ত যে কয়েক দফা উপজেলা ভোট হয়েছে, তাতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছেন। বাকি দফাগুলিতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেছেন, "আপনি বলছেন, কঠোর হবেন। কিন্তু কার বিরুদ্ধে কঠোর হবেন? যারা ভোট দেবে না, তাদের বিরুদ্ধে? আর যারা বুথ দখল করল, ব্যালট পেপার ছিনতাই করল, তাদেরকে নিশ্চয় সহযোগিতা করবেন!"

তাঁর বক্তব্য, শেখ হাসিনা বাংলাদেশকে একটি স্বৈরাচারী দেশে পরিণত করতে চাইছেন। এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। নইলে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র বাঁচবে না।

প্রসঙ্গত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর চাঁছাছোলা মন্তব্যের জন্য বরাবর পরিচিত। শেখ হাসিনা তো বটেই, জাতীয় পার্টির এরশাদের বিরুদ্ধেও একাধিক সময় তোপ দেগেছেন তিনি। এরশাদকে কিছুদিন আগে তিনি 'থুতুবাবা' বলে বর্ণনা করেছিলেন। তখন এ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এদিনও আওয়ামী লীগের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তোপ দাগলেন তিনি।

English summary
People rejected Awami League in upazilla polls, says BNP Secy Gen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X