For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে মিলছেনা গমের আটা, খাদ্যতালিকা থেকে বাদ পড়ছে নান, চাপাটি

পাকিস্তানে মিলছেনা গমের আটা, খাদ্যতালিকা থেকে বাদ পড়ছে নান, চাপাটি

  • |
Google Oneindia Bengali News

নতুন সঙ্কটের মুখে পাকিস্তান। যাকে বলে খাদ্য সঙ্কট।সম্প্রতি পাকিস্তানের চারটি প্রদেশ - বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার শহরগুলিতে সম্প্রতি তীব্র ঘাটতি দেখা দিয়েছে গমের আটার। যার জেরে পাকিস্তানবাসীর খাদ্য তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে নান চাপাটি।

পাকিস্তানে মিলছেনা গমের আটা, খাদ্যতালিকা থেকে বাদ পড়ছে নান, চাপাটি


এই প্রদেশের মানুষের প্রিয় খাদ্য রুটি চাপাটি হলেও তারা এই পরিস্থিতিতে তাদের প্রতিদিনের খাদ্য চাহিদা মেটাতে ধানের উপর নির্ভর করে রয়েছে। পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম প্রকাশিত একটি বিবৃতিতে জানায়, বিগত কয়েক মাস ধরেই গমের সঙ্কট দেখা দিয়েছিল, গত রোববার থেকে তা তীব্রতর হয়। এই পরিস্থিতির কারণ হিসেবে সরকারকেই দায়ী করছে বাসীন্দারা৷ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি রুটির দোকান।

সূত্রের খবর, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশটি। প্রায় ২,৫০০ এর ও বেশি রুটির দোকান এই অঞ্চলে বন্ধ পড়ে রয়েছে গম সঙ্কটের কারণে।

তবে জাতীয় খাদ্য সুরক্ষা দপ্তর বা এনএফএস কর্মকর্তারা জানিয়েছেন, ২০ শে মার্চের মধ্যে সিন্ধুতে এবং ১৫ ই এপ্রিলের মধ্যে পাঞ্জাবে নতুন গম চাষের সাথে সাথেই পাকিস্তানে আটার সঙ্কট কমবে। পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ইমরান খানের সরকারকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, আফগানিস্তানে ৪০,০০০ টন গম রপ্তানি করার জন্যই পাকিস্তান আজ গম সঙ্কটে।

জঙ্গি আফজল গুরুকে 'বলির পাঁঠা' করা হয়েছে! তদন্তের দাবি অভিনেত্রী সোনি রাজদানের জঙ্গি আফজল গুরুকে 'বলির পাঁঠা' করা হয়েছে! তদন্তের দাবি অভিনেত্রী সোনি রাজদানের

English summary
People are looking for chapattis, naan as wheat vanishes from the Pakistan market
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X