For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেগাসাস ১২১ জনের মধ্যে ২১ জন ভারতীয়র ওপর সফল নজরদারি চালিয়েছে, দাবি হোয়াটস অ্যাপের

Google Oneindia Bengali News

ইজরায়েলি সংস্থা '‌পেগাসাস’‌ ভারতের ১২১জন হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর মধ্যে ২১ জনের হোয়াটস অ্যাপে আড়ি পাততে সফল হয়েছে। এই ১২১ জন ভারতীয়কেই পেগাসাস তাদের নজরদারি তালিকায় রেখেছিল। শনিবার ফেসবুকের আওতাধীন হোয়াটস অ্যাপ এই তথ্য জানিয়েছে সরকারকে। তবে ২১ জনের মধ্যে কারা কারা রয়েছেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি।

পেগাসাস নজরদারি চালিয়েছে ২১ জন ভারতীয়র ওপর


প্রযুক্তিগত তথ্যের এক অনুরোধের জবাবে হোয়াটস অ্যাপ জানিয়েছে যে ব্যবহারকারীদের ফোনে কি ধরনের ডেটা পাঠিয়ে নজরদারি চালানো হয়েছে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। এর আগে হোয়াটসঅ্যাপ দাবি করেছিল 'নজরদারির’ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আগেই জানানো হয়েছিল সংস্থার তরফে। সে সম্পর্কে অবশ্য বিশেষ কিছু জানায়নি মোদী সরকার। এবার, হোয়াটস অ্যাপের নজরদারি নিয়ে বিস্তারিত জানতে সরকারি বিভিন্ন মন্ত্রককে তলবের দাবি জানিয়েছিল ১৭ আন্দোলনকারী, যাঁদের ফোনে পেগাসাগ নজরদারি চালায়।

বিশ্ব জুড়ে ১,৪০০ জনের ফোনে নজরদারি চলছে

সংসদীয় কমিটিকে হোয়াটস অ্যাপ যে তথ্য দিয়েছে তাতে জানা গিয়েছে ১২১ জন ভারতীয়র মধ্যে ২০ জন ব্যবহারকারীর হোয়াটস অ্যাপে নজরদারি সফল হয়েছে পেগাসাসের। ২৯ অক্টোবর ব্যবহারকারীরা এ বিষয়টি জানিয়েছিলেন সরকারকে। এ বছরের সেপ্টেম্বরে হোয়াটস অ্যাপ কেন্দ্রকে জানিয়েছিল যে পেগাসাসের এই হামলা সম্পর্কে তারা অনিশ্চিত। যদিও ১৮ নভেম্বরই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে ২০ জনের হোয়াটস অ্যাপে আড়ি পেতেছিল পেগাসাস। এ বছরের মে মাসে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ ও সরকারের সঙ্গে আলোচনার সময় এই তথ্য উঠে এসেছিল যে ইজরায়েলি সংস্থা নির্দিষ্ট কিছু নম্বরকেই তাদের নিশানা বানাচ্ছে। বিপুল সংখ্যক ব্যবহারকারী এতে আক্রান্ত হবে না। তবে রিপোর্টে বলা হয়েছিল, কিছু সাংবাদিক ও সরকার–বিরোধী কিছু কর্মীকে পেগাসাস তাদের নিশানা করেছে। যদিও বিশ্বজুড়ে ১,৪০০ জন পেগাসাসের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে।

নজরদারি নিয়ে মামলা

সান ফ্রান্সিকোর মার্কিন ফেডারেল কোর্টে হোয়াটস অ্যাপ 'নজরদারি’ নিয়ে একটি মামলা হয়েছে। সংস্থা জানায় ২০১৯ সালের মে মাসের দু’সপ্তাহ ধরে ভারতের সাংবাদিক ও মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের উপর পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। পরে হোয়াটস অ্যাপ জানায় ভারতের ১২১ জনের উপর এই নজরদারি চলেছিল।

English summary
Most of Pegasus’s 1,400 victims across the world were activist
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X