For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেন ঠেলে সরিয়ে বিপদগ্রস্তকে বাঁচালেন যাত্রীরা!

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ট্রেন
পারথ, ৬ অগস্ট: এ বোধ হয় সাহেবদের দেশেই সম্ভব!

ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে আটকে গিয়েছিল এক যাত্রীর পা। ট্রেন চলতে শুরু করলে নির্ঘাৎ পা ছিঁড়ে যেত শরীর থেকে। কিন্তু বাকি যাত্রীদের সহযোগিতায় সেটা হল না! ধাক্কা দিয়ে ট্রেনকে হেলিয়ে দিলেন। তার পর উদ্ধার করা হল ওই যাত্রীকে।

ঘটনাস্থল অস্ট্রেলিয়ার পারথের স্টারলিং রেল স্টেশন। ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে যায় এক প্রৌঢ়র। ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝে পাঁচ সেন্টিমিটার ফাঁকে একটা পা আটকে যায়। তিনি চিৎকার শুরু করেন। তা দেখে রেলকর্মীরা ড্রাইভারকে ট্রেন চালাতে বারণ করেন। ট্রেনের যাত্রীরাও হইচই শুরু করে দেন। ঠিক করেন, সবাই কামরার উল্টোদিকে মানে যে দিকে লোকটি আটকে রয়েছে, তার বিপরীত দিকে গিয়ে দাঁড়াবেন। তাতে আর একদিকে ওজন কম হলে যদি পা-টা টেনে বের করা যায়। কিন্তু সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। তখন সব যাত্রী নেমে পড়েন ট্রেন থেকে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সকলে মিলে শুরু হয় ট্রেন ঠেলা। মহিলারাও হাত লাগান। যাত্রীদের ঠেলাঠেলিতে কামরা হেলে পড়ে। তখন আটকে পড়া লোকটিকে উদ্ধার করতে আর বেগ পেতে হয়নি। প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয় তাঁকে।

১০ মিনিটের এই ঘটনায় তাজ্জব বনে গিয়েছে গোটা বিশ্ব। এমনও হয়!

English summary
Passengers tilt train to save trapped man in Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X