For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমানের মধ্যে অসুস্থ ১০০ যাত্রী, আতঙ্ক নিউইয়র্কগামী ফ্লাইটে

স্বাভাবিক ছন্দেই মাঝআকাশে উড়ছিল দুবাই থেকে নিউ ইয়র্কগামী এমিরেটস-এর বিমান। ছন্দ পতন হল যাত্রীদের অসুস্থায়। এমিরেটসে-এর ফ্লাইট ২০৩ -এ আচমকা অসুস্থ হয়ে পড়েন ১০০ জন ।

  • |
Google Oneindia Bengali News

স্বাভাবিক ছন্দেই মাঝআকাশে উড়ছিল দুবাই থেকে নিউ ইয়র্কগামী এমিরেটস-এর বিমান। ছন্দ পতন হল যাত্রীদের অসুস্থায়। এমিরেটসে-এর ফ্লাইট ২০৩ -এ আচমকা অসুস্থ হয়ে পড়েন ১০০ জন । বিমানটি নিউ ইয়র্কের জেএফ কেনেডি বিমান বন্দরে অবতরণের পরই অসুস্থ যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। যদিও অনেকেই এই চিকিৎসা গ্রহণ করতে রাজি হয়নি বলে জানা গিয়েছে।

বিমানের মধ্যে অসুস্থ ১০০ যাত্রী, আতঙ্ক নিউইয়র্কগামী ফ্লাইটে

বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কিন সেন্ট্রা ফর ডিজিস কন্ট্রোল জানাচ্ছে, অসুস্থ ১০০ জনের মধ্যে অনেকেই ছিলেন বিমান কর্মী। ৫২১ জন যাত্রী নিয়ে বিমান টি উড়েছিল দুবাই থেকে। তারপরই মাঝ আকাশে ঘটে যায় এই ঘটনা। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের চিকিৎসা নিয়ে যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।


তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , যে সমস্ত যাত্রীরা মক্কা থেকে এসেছেন তাঁদের মধ্যে কোনও রোগের সংক্রমণ ছিল। সেই থেকেই অসুস্থতা। গোটা ঘটনার কারণ জানবার চেষ্টা করছেন মার্কিন স্বাস্থ্যকর্মীরা।

English summary
Passengers sick on Dubai-New York flight of Emirates airline.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X