For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদেন ও কাশ্মীরি জঙ্গিরা পাকিস্তানি হিরো! পারভেজ মুশারফের বিতর্কিত মন্তব্যে প্রমাণিত হল ভারতের দাবি

ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করতে কাশ্মীরিদের পাকিস্তানে মুজাহিদিন হিসাবে প্রশিক্ষণ দেওয়া হত বলে স্বীকার করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রাক্তন সেনা প্রধান পারভেজ মুশারফ।

Google Oneindia Bengali News

ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করতে কাশ্মীরিদের পাকিস্তানে মুজাহিদিন হিসাবে প্রশিক্ষণ দেওয়া হত বলে স্বীকার করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রাক্তন সেনা প্রধান পারভেজ মুশারফ। সেই সব জঙ্গিদের পাকিস্তানি হিরো বলে অভিহিত করেন তিনি। শুধু কাশ্মীরি জঙ্গি নয়, সাক্ষাৎকারে মুশাররাফকে ওসামা বিন লাদেন ও জালালউদ্দিন হাক্কানিকেও পাকিস্তানের হিরো বলে অভিহিত করেন।

কাশ্মীরি জঙ্গিদের পাকিস্তানে প্রশিক্ষণ

কাশ্মীরি জঙ্গিদের পাকিস্তানে প্রশিক্ষণ

সদ্য ভাইরাল হওয়া একটি সাক্ষাৎকারের ভিডিওতে পারভেজকে বলতে শোনা যায়, "যেই কাশ্মীরিরা পাকিস্তানে আসত তাদেরকে নায়কের মতো স্বাগত জানানো হত। আমরা তাদের প্রশিক্ষণ দিতাম। আমরা তাদের সাহায্য করতাম। আমরা তাদের ভারতীয় সেনার বিরুদ্ধে লড়ে যাওয়া মুজাহিদিন হিসাবে দেখতাম। সেই সময়ই লস্ক-ই-তইবার মতো আরও সংগঠন গড়ে ওঠে। এই সব জিহাদি জঙ্গিরা পাকিস্তানের হিরো ছিল।"

তালিবানদের অস্ত্র দিত পাকিস্তান

তালিবানদের অস্ত্র দিত পাকিস্তান

পারভেজ বলেন, "১৯৭৯ সালে আমরা আফগানিস্তানে ধর্মীয় মতাদর্শর উপর ভিত্তি করে জঙ্গি গোষ্ঠীর পত্তন ঘটিয়েছিলাম। সেই সময় এই পদক্ষেপ থেকে পাকিস্তানের লাভবান হওয়ার কথা ছিল। সৌভিয়েতদের পাকিস্তান থেকে দূরে সরাতে এটা দরকার ছিল।" আমরা বিশ্বের সব জায়গা থেকে জঙ্গিদের এনে সেখানে প্রশিক্ষণ দিতাম। আমরা তাদের অস্ত্র সরবরাহ করতাম। আমরা তালিবানদেরকেও প্রশিক্ষণ দিয়ে আফগানিস্তানে পাঠাতাম। হাক্কানি আমাদের হিরো ছিলেন। ওসামা আমাদের হিরো ছিলেন। আয়মান আত জাওয়াহিরিও আমাদের হিরো ছিলেন। এরপর বিশঅবের রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়। এদের বিশ্ব অন্য চোখে দেখতে শুরু করে। আমাদের হিরোরা হঠাত ভিলেনে পরিণত হয়।"

ভারতের দাবি প্রমাণিত

ভারতের দাবি প্রমাণিত

গত কয়েক দশক ধরে কাশ্মীরে অশান্তির পিছনে পাকিস্তানি হাত রয়েছে বলে ভারত দাবি করলেও তা বারবারই অস্বীকার করে এসেছে পাকিস্তান। তবে পারভেজ মুশারফের এই সাক্ষাৎকারের থেকে ভারতের দাবি আবার প্রমাণিত হল। পাশাপাশি পাকিস্তানকে জঙ্গিদের জন্য স্বর্গরাজ্যে পরিণত করায় আন্তর্জাতিক স্তরেও চাপে পরবে পাকিস্তান।

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা বিরোধীদের! রাফালে নিয়ে পুনর্বিবেচনার আর্জি খারিজসুপ্রিম কোর্টে জোর ধাক্কা বিরোধীদের! রাফালে নিয়ে পুনর্বিবেচনার আর্জি খারিজ

English summary
parvez musharraf in an interview said that kashmiri terrorist and osama bin laden are paksitani heroes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X