For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা হামলায় জইশে 'না' নেই মুশারফের, ইমরান-কে আড়াল করে মোদীকে তোপ

পুলওয়ামা জঙ্গি হামলায় ইমরান খানের পাশে আছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা জঙ্গি হামলায় ইমরান খানের পাশে আছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। মঙ্গলবার এক সর্বভারতীয় ইংরাজী টেলিভিশন নিউজ চ্য়ানেল-কে দেওয়া সাক্ষাৎকারে মুশারফ জানিয়েছেন, 'এই হামলায় পাকিস্তান য়ে কোনওভাবে জড়িত তা প্রমাণিত-ই হয় না।'

পুলওয়ামা হামলায় জইশে না নেই মুশারফের, ইমরান-কে আড়াল করে মোদীকে তোপ

পরিস্কারভাবেই ইমরান খানের অবস্থানকেই সমর্থন করেছেন মুশারফ। ইমরান খান পুলওয়ামা হামলার প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে পাক সরকারের এতে জডিত থাকার কথা অস্বীকার করেছিলেন। সেই সঙ্গে দাবি করেছিলেন, ভারতের কাছে যদি কোনও 'অ্যাকশানেবল প্রুফস' থাকে তাহলে তা দিতে, সেই ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

ভারতীয় সেনাপ ইনটেলিজেন্স অবশ্যে ইমরান খানের দাবি নসাৎ করেই জানিয়ে দিয়েছে কাশ্মীরের বুকে সন্ত্রাস হামলার নিয়ে আইএসআই ও জইশ-ই-মহম্মদ-এর মতো জঙ্গি সংগঠনগুলো মিলিতভাবে চক্রান্ত করে চলেছে। ভারতের বিদেশমন্ত্রকও জানিয়েছে যেখানে জইশ-ই-মহম্মদ নিজে দায় স্বীকার করে নিয়েছে তারপরও পাকিস্তানের প্রধানমন্ত্রী পাক সংযোগ দেখতে পারছেন না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক প্রতিক্রিয়ায় বুজিয়ে দিয়েছেন, পুলওয়ামা সন্ত্রাসে মদত এসেছিল সীমান্তের ওপার থেকে। কিন্তু, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ কিছুই দেখতে পারছেন না। মুশারফ উল্টে বলেছেন, 'পুলওয়ামার ঘটনা অত্যন্ত দুঃখজনক। চরম ভয়ঙ্কর। এই নিয়ে কোনও সন্দেহ নেই। এবং জইশ-ই-মহম্মদ-এর প্রধান মাসুদ আদাহারের জন্য কোনও সমবেদনা নেই। সে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু এতে প্রমাণিত হয় না যে পুলওয়ামা সন্ত্রাসে পাকিস্তান সরকারের মদত আছে।'

মুশারফ তাঁর প্রতিক্রিয়ায় আরও জানিয়েছেন, 'আমার মনে হয় না জইশ-ই-মহম্মদের প্রতি ইমরান খানের কোনও সমবেদনা রয়েছে। আমি মনে পাকিস্তান সরকার কোনওভাবেই এরসঙ্গে জড়িত নয়।' সেই সঙ্গে মোদীকেও তোপ দেগেছেন মুশারফ। তাঁর অভিযোগ, 'পুলওয়ামার নিহত সিআরপিএফ জওয়ানদের সম্পর্কে বিন্দুমাত্র কোনও অনুভূতি নেই নরেন্দ্র মোদী। যদি এই অনুভূতি থাকত তাহলে তিনি কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানে অগ্রণী হতেন।'

English summary
Pervez Musharraf has supported Imran Khan on Pulwama issue. He said, Jaish E Mohammad may involve in the incident but Pakistan Government is not involved.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X