For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাদ পড়বেন পরাগ আগরওয়াল! টুইটারের নতুন 'চিফ এক্সজিকিউটিভ' আনছেন মাস্ক, জল্পনা

বাদ পড়বেন পরাগ অগরওয়াল! টুইটারের নতুন 'চিফ এক্সজিকিউটিভ' আনছেন মাস্ক, জল্পনা

  • |
Google Oneindia Bengali News

ইলন মাস্কের টুইটার কিনে নেওয়ার খবর ইতিমধ্যেই বেশ পুরনো৷ আবার গত বছর ভারতের পরাগ আগরওয়ালের টুইটারের সিইও হওয়ার খবরও অনেকেই জানেন! পরাগের সাফল্যে উচ্ছ্বসিত হয়েছিলেন অনেকেই৷ কিন্তু টুইটারে পরাগের দিন কি শেষ? অন্তত সেরকমই আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে! অনেকেই বলছেন, ঘোষণা হয়ে গেলেও টুইটারের অফিসিয়াল মালিকানা পেতে বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ইলন মাস্ককে৷ আর তারপরই তিনি টুইটারের বর্তমান 'চিফ এক্সিকিউটিভ' পরাগকে সরিয়ে সে জায়গাতে নতুন লোক আনতে চলেছেন বলে জল্পনা তৈরি হয়েছে৷ যদিও এ ব্যাপারে এখনও কোনও অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি ইলনের তরফে৷

কেন এই জল্পনা?

কেন এই জল্পনা?

ঘটা করে পরাগকে টুইটারের সিইও পদে বসালেও প্রায় ছ'মাস পরও টুইটারকে সেই অর্থে লাভের মুখ দেখাতে পারেননি পরাগ! এবং সে কারণেই মূলত টুইটার ইলন মাস্কের হাতে তুলে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজিং কমিটি! অন্যদিকে টুইটার কেনার আগে থেকেই এই মাইক্রোব্লগিং সাইটের ম্যানেজিং টিম নিয়ে নেতিবাচক মন্তব্যই করেছেন ইলনও। তিনি 'বাকস্বাধীনতা ইস্যু' থেকে টুইটারের পলিসি ও লাভ সংক্রান্ত বিষয়ে যে বর্তমান ম্যানেজিং টিমকে ভরসা করেন না ইলন মাস্ক, তা তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন!

ইলনকে নিয়ে নেতিবাচক মনোভাব রয়েছে পরাগেরও!

ইলনকে নিয়ে নেতিবাচক মনোভাব রয়েছে পরাগেরও!

গত মাসেই ইলন মাস্ক টুইটার কেনার প্রস্তাব দেওয়া এবং টুইটার কতৃপক্ষের তা বিবেচনা করার মধ্যেই টুইটারে ম্যানেজিং টিমের সঙ্গে বৈঠকে বসেছিলেন পরাগ৷ সংবাদমাধ্যমের খবর টাউন হলের এই বৈঠকে পরাগ বলেছিলেন, যে ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নিলে মাইক্রোব্লগিং সাইটটি কোনপথে হাঁটবে তা স্পষ্ট নয়। এবল সেই পথে আদৌও টুইটারের সফল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সন্দিহান ছিলেন পরাগ!

টুইটারে থেকে পরাগ অগরওয়ালকে সরালে কত গচ্চা দিতে হবে মাস্ককে?

টুইটারে থেকে পরাগ অগরওয়ালকে সরালে কত গচ্চা দিতে হবে মাস্ককে?

তবে পরাগকে টুইটারের সিইও পদ থেকে সরাতে রীতিমতো বেগ পেতে হবে ইলন মাস্ককে। কারণ এক বছরের মধ্যে তাঁকে এই পদ থেকে সরিয়ে দিলে চুক্তি মতো প্রায় ৪২ মিলিয়ন ডলার পরাগকে দিতে হবে টুইটারের মালিকের পক্ষ থেকে, এরকমই তথ্য দিয়েছে রিসার্চ ফার্ম ইকুইলার। এখন দেখার শেষ পর্যন্ত কোন পথে হাঁটেন ইলন মাস্ক। যদিও তিনি পরাগের রিপ্লেসমেন্ট ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন বলে দাবি করেছে একাধিক সংবাদমাধ্যম৷

আর ফ্রি নয় টুইটার! এরকমই ইঙ্গিত নতুন মালিক ইলন মাস্কেরআর ফ্রি নয় টুইটার! এরকমই ইঙ্গিত নতুন মালিক ইলন মাস্কের

English summary
Parag Agarwal will be out! Elon Musk brings new Twitter 'chief executive', rumour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X