For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের মতো অতীতের বেশ কিছু মহামারি কেড়েছে মানুষের প্রাণ

করোনা ভাইরাসের মতো অতীতের বেশ কিছু মহামারি কেড়েছে মানুষের প্রাণ

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বিশ্বব্যাপী মহামারির তকমা দিয়েছে। হু–এর পক্ষ থেকে বলা হয়েছে যে, বিশ্বব্যাপী মহামারি হল যেটি একই সময়ে বিভিন্ন দেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। উইকিপিডিয়াতে বলা হয়েছে এটি মহামারির মতোই যা বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।

শেষবারের মতো বিশ্বব্যাপী মহামারি দেখা গিয়েছিল ২০০৯ সালে সোয়াইন ফ্লু রোগের সময়। হু–এর মতে, নতুন ভাইরাসের মাধ্যমে সহজেই মানুষ যখন আক্রান্ত হন তখনই তা বিশ্বব্যাপী মহামারির রূপ নেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতেই হু ইঙ্গিত দিয়েছিল যে করোনা ভাইরাস ভবিষ্যতে মহামারির আকার নিতে পারে। করোনা ভাইরাসের মতোই অতীতে বেশ কিছু রোগ মাথা চাড়া দিয়ে উঠেছিল, যা মহামারির আকার নেয়।

এইচআইভি/‌এইডস

এইচআইভি/‌এইডস

১৯৭৬ সালে এই রোগ প্রথম দেখা যায় গণতন্ত্র কঙ্গে প্রজাতন্ত্রে। ১৯৮১ সালের মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয় ৩৬ মিলিয়ন মানুষের। তবে ক্রমে এই রোগের বিরুদ্ধে সচেতনতা ও নতুন চিকিৎসা সপদ্ধতির মাধ্যমে বর্তমানে এই রোগকে নিয়ন্ত্রণ করা খুব সহজ। ২০০৫ সাল থেকে ২০১২ সালের মধ্যে এই রোগে মৃত্যুর হার কমে যায় ২.‌২ মিলিয়ন থেকে ১.‌৬ মিলিয়ন।

মহামারি ফ্লু

মহামারি ফ্লু

ফ্লু মহামারি বা হংকং ফ্লু নামে পরিচিত এই রোগটি প্রথম দেখা দেয় ১৯৬৮ সালের হংকংয়ে। এরপর তা ছড়িয়ে পড়েছিল সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপাইনস, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে। এই রোগের জেরে মৃত্যু হয়েছিল প্রায় এক মিলিয়নের বেশিজনের।

এশিয়ান ফ্লু

এশিয়ান ফ্লু

এইচটুএনটু উপ-প্রকারের ইনফ্লুয়েঞ্জা মহামারি হল এশিয়ান ফ্লু। করোনা ভাইরাসের মতো এটিরও উৎসস্থল ছিল চিন। ১৯৫৬ সালে এই রোগ দেখা যায় এবং এই রোগের প্রভাব ছিল ১৯৫৮ সাল পর্যন্ত। এই রোগে ভুগে মারা গিয়েছে ২ মিলিয়নেরও বেশি মানুষ। এই মহামারি ছড়িয়ে পড়েছিল সিঙ্গাপুর, হংকং ও আমেরিকাতে।

ষষ্ঠ কলেরা মহামারি

ষষ্ঠ কলেরা মহামারি

অন্য পাঁচবারের মতোই, ষষ্ঠবারও ভারতে কলেরার প্রকোপ দেখা দেয়। যেখানে মৃত্যু হয় ৮ লক্ষ মানুষের। এটা ছড়িয়ে পড়েছিল মধ্য প্রাচ্য দেশে, উত্তর আফ্রিকা, পূর্ব ইউরোপ ও রাশিয়াতে। ষষ্ঠ কলেরা মহামারি ভারত ছাড়াও ১৯১০ থেকে ১৯১১ পর্যন্ত এর উৎস ছিল আমেরিকা। এই মহামারিতে ২০ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল।

কালো মড়ক

কালো মড়ক

কালো মড়ক মানবসভ্যতার ইতিহাসে একটি বীভৎস, অমানবিক ও কালো ইতিহাস বহন করছে। পৃথিবীব্যাপি ছড়িয়ে পড়া এই মহামারির কবলে পড়ে ১৩৪৬-১৩৫৩ সালের মধ্যে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের ৭৫ থেকে ২০০ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করে। যদিও এটির উৎসস্থল ছিল এশিয়া। ইঁদুর থেকে সংক্রমিত প্লেগ রোগের সঙ্গে এই রোগের অনেক সাদৃশ্য খুঁজে পেয়েছিল বিশেষজ্ঞরা।

করোনা কি সারবে কোনও ওষুধে? সংক্রমণ থেকে বাঁচার উপায় জানাচ্ছে WHO করোনা কি সারবে কোনও ওষুধে? সংক্রমণ থেকে বাঁচার উপায় জানাচ্ছে WHO

English summary
The coronavirus outbreak has been labelled a pandemic by the World Health Organisation (WHO)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X