For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের প্রভাবশালীদের অর্থকেলেঙ্কারি ফাঁস করেছিলেন এই সাংবাদিক, তারপর যা হাল হল

খুন হলেন পানামা পেপার্স দুর্নীতি ফাঁস করা সাংবাদিক ড্যাফনে ক্য়ারুয়ানা গালিজিয়া, মাল্টায় একটি শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল তাঁর

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

খুন হলেন পানামা পেপার্স দুর্নীতি ফাঁস করা সাংবাদিক ড্যাফনে ক্য়ারুয়ানা গালিজিয়া। মাল্টায় একটি শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল তাঁর। বিস্ফোরণে মৃত্যু হয়েছে তাঁর স্বামীরও। সোমবার দুপুরে বিস্ফোরণের মাত্র আধ ঘন্টা আগেই তিনি একটি ব্লগ পোস্ট করেন। তাতে লেখা, চারিদিকে দুর্নীতিবাজরা ছেয়ে গিয়েছে, পরিস্থিতি খুবই উদ্বেগজনক।

বিশ্বের প্রভাবশালীদের অর্থকেলেঙ্কারি ফাঁস করেছিলেন এই সাংবাদিক, তারপর যা হাল হল

সোমবার স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ উত্তর মাল্টার বিদনিজা গ্রামের ওপর দিয়ে যাচ্ছিলেন। সেসময়েই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তাঁর গাড়িটি পাশের মাঠে গিয়ে পড়ে। এই ঘটনায় মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট শোকপ্রকাশ করে হামলার তীব্র নিন্দা করেছেন। উল্লেখ্য, এই জোসেফ মাসকাটেরও বিরুদ্ধেও চলতি বছরের গোড়ায় দুর্নীতির অভিযোগ তুলেছিলেন গালিজিয়া।

বিশ্বের প্রভাবশালীদের অর্থকেলেঙ্কারি ফাঁস করেছিলেন এই সাংবাদিক, তারপর যা হাল হল

সংবাদ মাধ্যমের ওপর নৃশংস হামলা বলে মন্তব্য করে মাল্টা প্রধানমন্ত্রীর দাবি, এই ঘটনার তদন্তে রাজি হয়েছে এফবিআই। শীঘ্রই তারা একটি বিশেষজ্ঞ দলকে মাল্টা দ্বীপে পাঠাচ্ছে। গালিজিয়ার মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত তিনি চুপ করে বসে থাকবেন না বলে জানিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী। অপরদিকে ড্যাফনে ক্যারুয়ানা গালিজিয়ার মৃত্য়ুকে রাজনৈতিক খুন বলেই দাবি সেদেশের বিরোধী দলনেতা অ্যাড্রিয়ান ডেলিয়ার। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

বিশ্বের প্রভাবশালীদের অর্থকেলেঙ্কারি ফাঁস করেছিলেন এই সাংবাদিক, তারপর যা হাল হল

অপরদিকে গালিজিয়ার মৃত্যুর প্রতিবাদে মোমবাতি মিছিল করলেন প্রায় ৩ হাজার মানুষ। পানামা পেপার্স দুর্নীতি ফাঁস করা এই সাংবাদিকের শুধু দেশে নয় সারা বিশ্বজুড়েই শত্রু ছড়িয়ে। ফলে তাঁর মৃত্যুর বিচারের দাবিতে সোচ্চার হয়েছে ছোট্ট মাল্টা দ্বীপ।

English summary
Panama Papers Journalist Daphne Caruana Galizia killed on Monday in a car bomb blast, Malta PM assures thorogh probe into the matter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X