For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয়দের থেকে পাকিস্তানিরা আনন্দে থাকেন, বলছে রাষ্ট্রপুঞ্জের হ্যাপিনেস ইনডেক্স

ভারতীয়দের থেকে পাকিস্তানিরা আনন্দে থাকেন, বলছে রাষ্ট্রপুঞ্জের হ্যাপিনেস ইনডেক্স

Google Oneindia Bengali News

ভারতীয়দের থেকে অনেক বেশি আনন্দে থাকেন পাকিস্তানিরা। রাষ্ট্রপুঞ্জের হ্যাপিনেস ইনডেক্স সেদিকেই ইঙ্গত করছে। মোট ১৫৬টি দেশের মধ্য সমীক্ষা চালিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। তাতে ভারত ১৪৪ তম স্থানে রয়েছেষ আর পাকিস্তান রয়েছে ৬৬ তম স্থানে। তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।

দুঃখ বাড়ছে ভারতে

দুঃখ বাড়ছে ভারতে

রাষ্ট্রপুঞ্জের হ্যাপিনেস ইনডেক্সের রিপোর্ট বলছে খুশি থাকেন না ভারতীয়রা। আনন্দে থাকার নিরিখে মাত্র ৩.৫৭৩ পয়েন্ট পেেয়ছে ভারত। যার জেরে ১৫৬টি দেশের মধ্যে ১৪৪তম স্থানে রয়েছে ভারত। সেতুলনায় অনেকটাই বেশি আনন্দে থাকে পাকিস্তান। ভারতের থেকে যদিও জনসংখ্যা সেদেশে কম। উন্নয়নের দিকেও অনেকটাই পিছিয়ে। তারপরেও পাকিস্তান ভারতের চেয়ে অনেকটাই বেশি পয়েন্ট পেয়েছে। ৫.৬৯৩ পয়েন্ট নম্বর পেয়েছে পাকিস্তান।

কোন ভিত্তিতে তালিকা তৈরি

কোন ভিত্তিতে তালিকা তৈরি

আনন্দে থাকার তালিকা তৈরি হয় বেশ কয়েকটি বিষয়কে ভিত্তি করে। প্রথমেই রয়েছে জিডিপি, তারপরে রয়েছে সামাজিক সুরক্ষা, তৃতীয় ব্যক্তি স্বাধীনতা। আর চতুর্থ স্থানে রয়েছে দুর্নীতি। এই চারটি পরীক্ষার নিরিখেই পাকিস্তানের থেকে পিছিয়ে পড়েছে ভারত। অথচ দুর্নীতি দমন থেকে সামাজিক সুরক্ষা সবক্ষেত্রেই মোদী সরকার ভীষণভাবে উদ্যোগী।

শীর্ষে ফিনল্যান্ড

শীর্ষে ফিনল্যান্ড

হ্যাপিনেস ইনডেক্সের শীর্ষে রয়েছে ফিনল্যান্ড(৭.৮০৯)। দ্বিতীয় ডেনমার্ক(৭.৬৪৬), তৃতীয় সুইৎজারল্যান্ড(৭.৫৬০)। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে আইসল্যান্ড(৭.৫০৪) এবং নরওয়ে(৭.৪৮৮)। যদিও একাধিক দেশে লকডাউন থাকার কারণে সেসব দেশকে সামিল করা হয়নি সমীক্ষায়।

রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন! বৃষ্টি না ঝোড়ো হাওয়া, যা বলছে হাওয়া অফিসরবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন! বৃষ্টি না ঝোড়ো হাওয়া, যা বলছে হাওয়া অফিস

English summary
Pakistnis are more happier than Indians, says UN happiness Index
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X