পাকিস্তানের বুকেই উঠল 'হিন্দুস্তান জিন্দাবাদ' স্লোগান, হাফিজ সঈদদের মুখে ঝামা ঘষার সাহস দেখাল কে
পাকিস্তানে হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান। আর তার জেরেই জেলে যেতে হল এক মুসলিম যুবককে। ওই যুবকের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মামলা দায়ের করেছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রশাসন।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নারা আমাজাই-এর হরিপুর। হিন্দুস্তান শব্দটি ভাল লাগে সেখানকার যুবক সাজিদ শাহের। তার জেরেই নিজের বাড়ির দেওয়ালে লিখে ফেলে হিন্দুস্তান জিন্দাবাদ শব্দ দুটি। তবে এই শব্দ দুটি দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ খবর দেওয়া হলে, সাজিদ শাহকে গ্রেফতার করে পুলিশ। পাকিস্তানের দণ্ডবিধির ৫০৫ নম্বর ধারায় সাজিদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নারা আমাজাই-এ নিজের বাড়ির বাইরে 'হিন্দুস্তান জিন্দাবাদ' শব্দ দুটি লিখেছিল সাজিদ শাহ। কিন্তু জাতীয় গর্বে আঘাত লাগার কারণ দেখিয়ে স্থানীয় বাসিন্দারা সেই স্লোগানটি মুছে দিতে বলে।
স্থানীয় কিছু বাসিন্দা 'হিন্দুস্তান জিন্দাবাদ' লেখা দেওয়ালের সেই ছবি পাঠিয়ে দেয় পুলিশ আধিকারিকদের কাছে।

দক্ষিণ এশিয়ার পার্সি নাম হিন্দুস্তান। কিন্তু ১৯৪৭ সালের দেশ ভাগের পর থেকে হিন্দুস্তান নামটি ভারতের ক্ষেত্রেই ব্যবহার করা হয়।