For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আটারি সীমান্তে জন্মাল পুত্র সন্তান, সদ্যজাতর নাম রাখা হল 'বর্ডার'

আটারিতে বর্ডারের জন্ম

Google Oneindia Bengali News

ওয়াঘা-আটারি বর্ডার বলতে প্রথমেই যে ছবি সামনে আসে তা হল ভারত ও পাকিস্তান সেনা বাহিনীর জমজমাট বিটিং রিট্রিট। তবে এবার সম্পূর্ণ অন্যরকম বিষয়ে সংবাদ শিরোনামে উঠে এল পাঞ্জাবে অবস্থিত ভারত ও পাকিস্তানের এই সীমান্তের নাম। আটারি বর্ডারে জন্ম নিল আর এক বর্ডার। কিন্তু কি ভাবে?

আটারিতে বর্ডারের জন্ম

আটারিতে বর্ডারের জন্ম

অভিষেক বচ্চন-করিনা অভিনীত জে পি দত্তের ফিল্ম 'রিফিউজি'র কথা মনে আছে? কেমন ভাবে ভারত-পাক সীমান্তে করিনার সন্তানের জন্ম হয়েছিল! আর এবার সেলুলয়েডের সেই গল্পের ছবি ফুটে উঠল বাস্তবের মাটিতে। গত ২ ডিসেম্বর পাকিস্তানের নাগরিক বলম রামের স্ত্রী নিম্বু বাঈয়ের প্রসব যন্ত্রণা শুরু হয়। তৎক্ষণাৎ আশেপাশের পাঞ্জাবি গ্রাম থেকে বেশ কয়েকজন মহিলা ছুটে আসেন নিম্বু বাঈকে সাহায্য করতে। সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন নিম্বু বাঈ। আটারি বর্ডারে জন্ম নেওয়া নিজেদের সদ্যজাত পুত্র সন্তানের নাম সেই জন্য 'বর্ডার'ই রেখে দিলেন বলম ও নিম্বু।

সীমান্তে জন্ম কেন?

সীমান্তে জন্ম কেন?

এখন প্রশ্ন আসছে গোটা দেশ থাকতে শেষে সীমান্তে কেন জন্ম দিতে হল নিম্বু বাঈকে! বলম রাম জানিয়েছেন তিনি তাঁর স্ত্রী ও সেইসঙ্গে আরও ৯৮ জন পাকিস্তানের নাগরিক আটকে আছেন আটারি বর্ডারে। তীর্থ ভ্রমণ ও নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে লক ডাউনের আগেই তাঁরা এসেছিলেন এদেশে। কিন্তু এর পর লক ডাউন শুরু হয়ে যায়। পাশাপাশি তাঁদের সঙ্গে আনা নথিপত্রে কিছু ভুল থাকায় আটারি বর্ডারেই অস্থায়ী তাঁবুতে গত ৭১ দিন ধরে রয়েছেন তাঁরা। ফলে প্রসূতি নিম্বু বাঈ সীমান্তেই সন্তান জন্ম দিলেন।

 আটকে আছেন আরও ৯৮ জন

আটকে আছেন আরও ৯৮ জন

বলম রামের সঙ্গে একই তাঁবুতে রয়েছেন লাগ্যা রাম। তিনি তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করতে ভারতে আসেন। কিন্তু লক ডাউনের জন্য পাকিস্তান ফিরতে পারেননি। যোধপুরে গত বছর অর্থাৎ ২০২০ তে তাঁর সন্তান জন্ম নেয়। তিনি তার নাম রেখেছেন ভারত। মোহন সুন্দর দাস জানালেন তাঁরা অস্থায়ী তাঁবুতে কষ্ট করে রয়েছেন। সেইসঙ্গে তাঁর বিনীত অনুরোধ যাতে তাঁদের নিজের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আটকে থাকা পাকিস্তানী নাগরিকরা সে দেশের বিভিন্ন স্থানের বাসিন্দা। রহিম ইয়ার খান, রজন পোর জানালেন পাক-সেনারা তাঁদের সিমান্ত পাড় করতে দিচ্ছে না।

মূলত আশেপাশের গ্রামে বসবাসকারী পরিবারগুলি আটারি বর্ডারে আটকে থাকা পাক-নাগরিকদের জন্য তিনবেলার খাবার ও প্রয়োজনীয় পথ্য সামগ্রি দিয়ে সাহায্য করছেন বলে খবর।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
pakistani woman gave birth to her son names border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X