For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন-পাকিস্তানের যৌথ আস্ফালন ভারতের অদূরের জলপথে! সমুদ্রবক্ষে ভারতের শত্রুদেশগুলি কী ঘটাচ্ছে

  • |
Google Oneindia Bengali News

চিনের সঙ্গে পাকিস্তানের গভীর বন্ধুত্ব নতুন কোনও বিষয় নয়। চিনের সমস্ত মরশুমের বন্ধু পাকিস্তান চিরকালই ভারত বিরোধিতার রাস্তায় হেঁটে নিজের রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। অন্যদিকে , বিস্তারবাদের নেশানর টার্গেট হিসাবে ভারতকে চিরকাল দেখে এসেছে চিন। আর এই দুই দেশ এবার জলপথে জোট বাঁধছে।

 ভারতের অদূরে কী ঘটল?

ভারতের অদূরে কী ঘটল?

ভারতীয় উপকূলের অদূরে এক পাকিস্তানি সাবমেরিনের সঙ্গে চিনের একটি যুদ্ধ জাহাজ দেখা গিয়েছে। ফোর্বসের সাম্প্রতিক রিপোর্ট একথা জানিয়েছে। যার দ্বারা বোঝা যাচ্ছে, এবার জলপথে নিজের শক্তি সঞ্চয় করে পাকিস্তান চিনের সঙ্গে আস্ফলনের পথে হাঁটতে পারে।

ইসলামাবাদ-বেজিং সংযুক্তি

ইসলামাবাদ-বেজিং সংযুক্তি

চিনের তৈরি টাইপ ০৩৯বি ইউয়ান যুদ্ধজাহাজ এবার পাকিস্তান নিজের সেনার মধ্যে অন্তর্ভূক্তি করেছে। ফলে বেজিং ইসলামাবাদ যে একই রাস্তায় হেঁটে নিজের সমরসজ্জা পোক্ত করছে জোটবদ্ধভাবে তা বলাইই বাহুল্য!

 কোথায় দেখা গিয়েছে দুই দেশের জলপথের সমরাস্ত্র?

কোথায় দেখা গিয়েছে দুই দেশের জলপথের সমরাস্ত্র?

এক সংস্থার স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে পাকিস্তানের করাচির কাছে জলপথে চিন ও পাকিস্তান দুই দেশ একসঙ্গে সেনা মহড়ায় অংশ নিয়েছে। গত জানুয়ারি মাসেও তারা এই সেনা মহড়া দিয়েছিল। আর গোটা পরিস্থিতির গতিবিধির দিকে নজর রাখতে শুরু করে দিয়েছে দিল্লি।

 সন্দেহ কেন থেকে যাচ্ছে?

সন্দেহ কেন থেকে যাচ্ছে?

দেখা গিয়েছে, পাকিস্তানেপ নামী দামী সংবাদপত্রে চিনের সঙ্গে পাকিস্তানের যৌথ মহড়ার কথা বলা হলেও, সাবমেরিনের বিষয়টি চেপে যাওয়া হচ্ছে। সাধারণত যেখানে সাবমেরিন নিয়ে পাকিস্তান মহড়ায় নামে, সেইজলপথ উপেক্ষা করে অন্য একটি জলপথ ঘিরে ফেলে সেখানে চুপিসারে পাকিস্তান এই মহড়া দিয়েছে।

 কী রয়েছে পাকিস্তানের সাবমেরিনে?

কী রয়েছে পাকিস্তানের সাবমেরিনে?

জানা গিয়েছে, পাকিস্তানের এই গোপন সাবমেরিনগুলিতে অ্যান্টি শিপ মিসাইল থাকছে। পাকিস্তানের অন্দরমহলের দাবি এই সাবমেরিন অত্যন্ত শক্তিশালী। বাবুর ৩ মিসাইল সিস্টেম এর সঙ্গে সংঘবদ্ধ।

English summary
Pakistani Navy submarines were seen parked right in the middle of Chinese Navy warships
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X