For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানি নেতার কণ্ঠে 'সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা'! বড়সড় 'বোমা' সোশ্যাল মিডিয়ায়

পাকিস্তানি নেতার কণ্ঠে 'সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা'! ভিডিও ঘিরে বড়সড় 'বোমা' সোশ্যাল মিডিয়ায়

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। এরপর কাশ্মীরের মানুষের পাশে থাকার বার্তা দিয়ে পাকিস্তান জুড়ে আয়োজিত হয় 'কাশ্মীর আওয়ার'। আর ইমরানের ডাকে পাকিস্তানে যখন 'কাশ্মীর আওয়ার' পালিত হচ্ছে, তখন লন্ডন থেকে পাকিস্তানের এম কিউ এম সংগঠনের নেতার কণ্ঠে ভেসে এলো 'সারে জাহাঁ সে আচ্ছা..'। তোলপাড় সোশ্যাল মিডিয়া।

'সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা'!

পাকিস্তানের 'মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট' সংগঠনের নেতা আলতাফ হুসেনের কণ্ঠে 'সারে জাহাঁ সে আচ্ছা .. হিন্দুস্তান হামারা', গান উঠে আসতেই , সেই ভিডিও ঘিরে তোলপাড় হয় গোটা সোশ্যাল মিডিয়া। শুধু গানই নয়, আলতাফ হুসেন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়েও ভারতের সমর্থনে মুখ খুলেছেন সুদূর লন্ডনের বুক থেকে।

কাশ্মীরের ৩৭০ ধারা নিয়ে আলতাফ হুসেন

কাশ্মীরের ৩৭০ ধারা নিয়ে আলতাফ হুসেন

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে পাকিস্তানের এমকিউএম-এর নেতা আলতাফের দাবি, ৩৭০ ধারা ভারতীয় সরকারের অভ্যন্তরীণ বিষয়। তিনি দাবি করেছেন, ভারতের নাগরিকদের বিপুল জনসমর্থন নিয়েই সেদেশের সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে।

 পাকিস্তানকে তোপ পাকিস্তানির!

পাকিস্তানকে তোপ পাকিস্তানির!

তিনি নিজের বার্তায় দাবি করেছেন, পাকিস্তানি সেনা কাশ্মীর দখল করতে উপজাতির মানুষকে ব্যবহার করেছে। উপজাতির মানুষের হাতে অস্ত্র তুলে দিয়েছে। এরপরই কাশ্মীরের মহারাজা ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছিলেন। চারবার কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানি সেনা যুদ্ধ করেও লজ্জার হারই বার বার পেয়েছে। পাশপাশি তিনি জানান, 'পাকিস্তান জিহাদিদের বেশে উগ্রপন্থী, সমাজবিরধীদের এখন ভারতের অনুপ্রবেশ করাচ্ছে'।

English summary
Pakistani MQM founder Altaf Hussain Sings Sare jahan se achcha .Hussain said Pakistan's civil and military establishments have been misleading the masses of its country over Kashmir for the last 72 years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X