For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্তে গোলাবর্ষণ নিয়ে কী অভিযোগ পাক সংবাদ মাধ্যমের

গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ব্যাপক গোলাবর্ষণ চালায় ভারতীয় সেনা। ভারতীয় সেনার দাবি, তাদের হামলার জেরে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ক্যাম্পগুলি ধ্বংস হয়েছে।

Google Oneindia Bengali News

রবিবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ব্যাপক গোলাবর্ষণ চালায় ভারতীয় সেনা। ভারতীয় সেনার দাবি, তাদের হামলার জেরে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ক্যাম্পগুলি ধ্বংস হয়েছে। পাশাপাশি ভারতীয় শেলিংয়ে গুঁড়িয়ে গেছে পাকিস্তানের সেনা ছাউনিও।

পাক সেনার অস্বীকার

পাক সেনার অস্বীকার

যদিও পাকিস্তানের সেনা ভারতীয় সেনার গোলাবর্ষণের বিষয়টি অস্বীকার করে। এই বিষয়ে পাকিস্তানের সেনার তরফে মেজর জেনারেল গফুর বলেন, "ভারত যে জঙ্গি ঘাঁটিই ধ্বংস করেছে তার প্রমাণ আগে দিক।" এদিকে ভারতের এই অভিযান প্রসঙ্গে আজ পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরে দোষ চাপানো হয় ভারতের উপরই।

ভারতীয় শেলিংয়ের প্রেক্ষিতে পাকিস্তানের সংবাদপত্রের প্রতিক্রিয়া

ভারতীয় শেলিংয়ের প্রেক্ষিতে পাকিস্তানের সংবাদপত্রের প্রতিক্রিয়া

  • পাকিস্তানের শীর্ষ সংবাদপত্র এই বিষয়ে লেখে, "আজাদ কাশ্মীরে ভারতীয় গোলাবর্ষণ, জবাবি হামলায় মৃত ৯ জওয়ান।" পাশপাশি তারা লেখে যে ভারতের গোলাবর্ষণে পাকিস্তানের খয়ক্ষতির কথা অস্বীকার করেছে পাকিস্তান।
  • সংবাদপত্র দ্য নিউজ ইন্টারন্যাশনালের হেডলাইন - পাকিস্তানের উপর অঘোষিত যুদ্ধ মোদীর।
  • সংবাদপত্র দ্য নেশনের প্রকাশিত খবরে লেখা, "ভারত বিনা প্ররোচণায় সংঘর্ষবিরতি লংঘন করেছে। ভারতের হামলার জেরে এক পাকিস্তানি জওয়ান সহ তিন জন প্রাণ হারিয়েছে। এদিকে পাকিস্তানের জবাবে ৯ জন ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছে।"

ভারতীয় হামলার প্রেক্ষাপট

ভারতীয় হামলার প্রেক্ষাপট

প্রসঙ্গত, শনিবার রাত থেকে পাকিস্তানি সেনা ক্রমাগত ভারতের তাংধার সীমান্ত বরাবর আক্রমণ শানাতে থাকে। যার জেরে ২ ভারতীয় জওয়ান শহিদ হন। এরপরই ভারত জবাবি হামলা শুরু করে। পাকিস্তানের সীমান্তে শুরু হয় গোলাবর্ষণ। ধ্বংস করা হয় ৪ টি জঙ্গি ঘাঁটি। শুধু তাই নয় পাকিস্তানি সেনা ক্যাম্পেও হামলা চালায় ভারত। যদিও কোনও রকম আঘাত পাকিস্তানের বুকে আনা হয়েছে বলে মানতে চাইছে না ইসলামাবাদ।

ফের পাক মাটিতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক! কাশ্মীরের রাজ্যপাল উস্কে দিলেন কোন জল্পনাফের পাক মাটিতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক! কাশ্মীরের রাজ্যপাল উস্কে দিলেন কোন জল্পনা

English summary
Pakistani Media accuses Indian army of Shelling Pak Borders alon PoK without persuasion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X