For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু ভারত নয়, ইউরোপের দেশেও অবৈধ প্রবেশের চেষ্টা পাকিস্তানিদের

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি লরিতে লুকিয়ে থাকা ৩১ পাকিস্তানি বেআইনি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।

Google Oneindia Bengali News

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি লরিতে লুকিয়ে থাকা ৩১ পাকিস্তানি বেআইনি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। গতকাল ইতালি ও ফ্রান্সের সীমান্তবর্তী একটি সড়কের চেকপোস্টে নিয়ম মাফিক তল্লাশি চলাকালীন তাদের আটক করা হয় বলে ফরাসি প্রসিকিউটররা জানান। রেফ্রিজারেটেড লরিতে করে লুকিয়ে ফ্রান্সে প্রবেশের চেষ্টা করছিল তারা। এই ঘটনায় ওই লরির চালককেও আটক করা হয়েছে। চালক নিজেও একজন পাকিস্তানি বলে জানা গিয়েছে।

ইউরোপের দেশেও অবৈধ প্রবেশের চেষ্টা পাকিস্তানিদের

শনিবর ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রসিকিউটররা জানান, আটক অভিবাসীদের মধ্যে তিন কিশোরও রয়েছে। তাদের সবাইকে অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় জড়িত নেটওয়ার্ক এবং সংশ্লিষ্টদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। তাদের খুঁজে বের করে যথাযোগ্য শাস্তি নিশ্চিত করা হবে।

অভিবাসী অনুপ্রবেশে কড়াকড়ির মধ্যে অনেকেই লরিতে লুকিয়ে ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। এতে প্রায় সময়ই প্রচণ্ড শীতে জমে যাওয়া, তৃষ্ণার্ত হয়ে কিংবা শ্বাসরোধে মৃত্যুর মত মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে গত সপ্তাহে লন্ডনের মধ্যাঞ্চল থেকে ২০ মাইল দূরে এসেক্সের গ্রেস শহরের শিল্প এলাকায় এই রকমেরই একটি রেফ্রিজারেটেড লরির কনটেইনার থেকে ৩৯টি লাশ উদ্ধার করেছিল পুলিশ। হিম শীতে জমে মৃত্যু হওয়া ৩৯ ভিয়েতনামীর লাশ উদ্ধারের পর এ ঘটনা ঘটল। মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ ও ৮ জন নারী। তাদের সবাই ভিয়েতনামের নাগরিক বলে জানিয়েছে তারা।

English summary
Pakistani immigrants detained after illegaly trying to cross over to france
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X