For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাইকোর্টের নির্দেশে সাংসদ পদ খোয়ালেন পাক বিদেশমন্ত্রী, কিন্তু কেন, জেনে নিন

নওয়াজ শরিফের পর খোয়াজা আসিফ। পার্লামেন্টের সদস্য় পদ খোয়ালেন পাক বিদেশমন্ত্রীও। কারণ তদন্তে তাঁর কাছে আরব আমিরশাহীর ওয়ার্ক পারমিট মিলেছে। যে তথ্য তিনি ২০১৩ সালে নির্বাচনের সময় গোপন করেছিলেন।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

নওয়াজ শরিফের পর খোয়াজা আসিফ। পার্লামেন্টের সদস্য় পদ খোয়ালেন পাক বিদেশমন্ত্রীও। কারণ তদন্তে তাঁর কাছে আরব আমিরশাহীর ওয়ার্ক পারমিট মিলেছে। যে তথ্য তিনি ২০১৩ সালে নির্বাচনের সময় গোপন করেছিলেন। তাই ইসলামাবাদ হাইকোর্ট সাংসদ পদ খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে। নওয়াজ প্রধানমন্ত্রী তথা সাংসদ পদ খুইয়েছিলেন পানামা পেপার্স কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে।

হাইকোর্টের নির্দেশে সাংসদ পদ খোয়ালেন পাক বিদেশমন্ত্রী, কিন্তু কেন, জেনে নিন

[আরও পড়ুন: উদ্ধারকারী হেলিকপ্টারের ব্লেডে ছিন্নভিন্ন হয়ে গেল দেহ, এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল বিশ্ব][আরও পড়ুন: উদ্ধারকারী হেলিকপ্টারের ব্লেডে ছিন্নভিন্ন হয়ে গেল দেহ, এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল বিশ্ব]

পাক সংবিধান অনুযায়ী কোনও রাজনৈতিক নেতা সাসদ বা বিধায়ক পদে থাকার অযোগ্য প্রমাণিত হলে তিনি আর কোনও রাজনৈতিক দলের পদেও থাকতে পারেন না। কয়েকদিন পরেই সেদেশে সাধারণ নির্বাচন। ফলে তার আগে দলের দুই প্রধান নেতাকে হারিয়ে এই মুহূর্তে চূড়ান্ত অস্বস্তিতে পাকিস্তানি মুসলিম লিগ (নওয়াজ)। আদালতের এই রায়ের প্রেক্ষিতে এখনও পর্যন্ত আসিফের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারেন তিনি। সেই পথই তাঁর সামনে খোলা আছে।

দিন কয়েক আগে আসিফের কাছে আরব আমিরশাহীর ওয়ার্ক পারমিট আছে বলে আদালতে অভিযোগ দায়ের করেছিলেন পাকিস্তানি তেহরিক-ই-ইনসাফ দলের নেতা উসমান দার। সেই অভিযোগের ভিত্তিতে হওয়া মামলার শুনানিতেই এই রায় দিয়েছে ইসলামাবাদ উচ্চ আদালত। এই উসমান দার শেষ সাধারণ নির্বাচনে শিয়ালকোট আসনে আসিফের প্রতিদ্বন্দ্বী ছিলেন।

সেবার তিনি বিপুল বাবধানে হেরে যান। এদিন রায় ঘোষণার পর তিনি বলেন, 'পাকিস্তানি রাজনীতিতে আসিফের আর কোনও জায়গা নেই'। বস্তুত পাক সুপ্রীম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আসিফের আবেদন খারিজ হয়ে গেলে আর কোনওদিন নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি।

[আরও পড়ুন:বেরল উত্তর কোরিয়ার পরমাণু কর্মসুচী বন্ধ রাখার আসল কারণ, জানুন চিনা ভূবিজ্ঞানীদের গবেষণা কি বলছে][আরও পড়ুন:বেরল উত্তর কোরিয়ার পরমাণু কর্মসুচী বন্ধ রাখার আসল কারণ, জানুন চিনা ভূবিজ্ঞানীদের গবেষণা কি বলছে]

English summary
Pak Foreign Minister Khawaja Asif was on Thursday disqualified from holding office by the Islamabad high court for concealing details of his UAE work permit while contesting polls in 2013.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X