কাবুলগামী ভারতীয় বিমানকে ধাওয়া পাক 'এফ ১৬' যুদ্ধবিমানের! উত্তেজনা তুঙ্গে
পুলওয়ামায় রক্তাক্ত জঙ্গিহানার পর বালাকোটের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর থেকেই ইসলামাবাদ ও দিল্লির উত্তেজনা চরমে উঠেছে। এরপর কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরেও ইমারন-মুলুকের তরফে এসেছে পরমাণু যুদ্ধের হুমকি। এমন অবস্থায় ফের দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়িয়ে পাকিস্তানি যুদ্ধবিমানের নয়া গতিবিধি দুই দেশের উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিল।

ভারতীয় বিমানকে ধাওয়া পাক যুদ্ধবিমানের
কাবুল গামী স্পাইস জেটের একটি আন্তর্জাতিক বিমানকে মাঝ আকাশে ধাওয়া করতে শুরু করে পাকিস্তানি যুদ্ধবিমান। পাকিস্তানি এফ ১৬ যুদ্ধবিমানের এই ধাওয়া চলে প্রায় ১ ঘন্টা ধরে।

গত মাসে কী ঘটে গিয়েছে?
এক সূত্রের দাবি, গত মাসের ২৩ তারিখ এই ঘটনাটি ঘটে গিয়েছে। যার খবর সাম্প্রতিককালে জানা গিয়েছে। ১২০ জন যাত্রী সমন্বিত বিমানটির পাইলটে আচমকাই পাকিস্তানি এফ ১৬ যুদ্ধবিমানে সওয়ার পাইলটরা নিচের আকাশ দিয়ে ওড়ার বর্তা দেন। পাশাপাশি, ভারতীয় বাণিজ্যিক বিমানকে বলা হয় ফ্লাইট সম্পর্কে সমস্ত তথ্য যেন পাক বায়ুসেনার কাছে দেওয়া হয়।

পাকিস্তানকে ভারতীয় পাইলটের জবাব
পাকিস্তানি সেনার যুদ্ধবিমান যখন এভাবে ধাওয়া করতে থাকে, তখন ভারতীয় পাইলট জবাব দেন, ভারতীয় এই বাণিজ্যিক এয়ারক্রাফ্টটিতে রয়েছেন সাধারণ যাত্রীরা। বিমানটি নির্দিষ্টি শিডিউল মেনেই কাবুলে যাচ্ছে।

বিভ্রান্তি কাটতেই পাকিস্তান কী করে?
প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বরের এই ঘটনায় গোপনে উত্তেজনার পারদ যখন চড়তে থাকে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে, তখন ভারতীয় পাইলটের বক্তব্যে বরফ গলে। বিভ্রান্তি দূর হতেই, আগানিস্তান পর্যন্ত ওই ভারতীয় বিমানকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায় পাকিস্তানের যুদ্ধবিমান এফ১৬। এই ঘটনার সত্যতা স্বীকার করেছে ডিজিসিএ।

এই ঘটনার প্রাসঙ্গিকতা
প্রসঙ্গত, যে সময় এই ঘটনা ঘটে গিয়েছে, তখন পাকিস্তানের আকাশসীমা ভারতের ব্যবহার করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে ইমরান সরকার। সেই প্রেক্ষাপটে এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।