For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানি এয়ার ট্রাফিকের সাহায্যে রক্ষা পেল ১৫০ আরোহী সহ ভারতীয় বিমান

Google Oneindia Bengali News

পাকিস্তানি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের তৎপরতায় রক্ষা পেল জয়পুর থেকে ওমানের মাসকাটগামী একটি বিমান। বৃহস্পতিবার জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে যাত্রা করেছিল একটি যাত্রাবাহী বিমান। সে সময় জরুরি মুহূর্তে ওই বিমানটিকে সাহায্য করেছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

পাকিস্তানি এয়ার ট্রাফিকের সাহায্যে রক্ষা পেল ১৫০ আরোহী সহ ভারতীয় বিমান

কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনা বিরাজ করছে। কিন্তু এমন পরিস্থিতিতেও পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহায়তায় ভারতীয় একটি বিমানের ১৫০ জন আরোহী প্রাণে বেঁচে গেলেন।

জানা গিয়েছে, বিমানটি পাকিস্তানের সিন্ধ প্রদেশের করাচির উপর দিয়ে যাচ্ছিল। সেই সময় বজ্রপাত হচ্ছিল। এ কারণে বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতা থেকে ৩৪ হাজার ফুট উচ্চতায় নেমে আসে। সঙ্গে সঙ্গেই বিমানের পাইলট কাছাকাছি বিমানবন্দরে জরুরি বিপদ সংকেত পাঠায়।

ওই বিপদ সংকেত পেয়ে সাথে সাথেই সাড়া দেয় পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপর পাইলটকে পাকিস্তানের আকাশসীমা দিয়ে বাকি পথ পাড়ি দেয়ার নির্দেশ দেয়া হয়। ফলে বিমানটি ১৫০ যাত্রী নিয়ে নিরাপদেই যাত্রা শেষ করতে সক্ষম হয়।

এর আগে পাকিস্তানের অনুমতি না পাওয়ায় দীর্ঘপথ অতিক্রম করে সৌদি আরব পৌঁছতে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই সময় আরব সাগরে ঘূর্ণিঝড় কিয়ারের প্রভাব চলেছিল। পাকিস্তানের উপর দিয়ে প্রধানমন্ত্রীর বিমান যাওয়ার অনুমতি পেলে সরাসরি তা সুপার সাইক্লোন কিয়ারকে এড়িয়ে যেতে পারত। কিন্তু তা না হওয়ায় বিমানটিকে করাচির এয়ারস্পেশের পাশাপাশি এড়িয়ে যেতে হয় কিয়ারকেও। এর জেরে দিল্লি থেকে রিয়াধ পৌঁছতে ৪৫ মিনিট বেশি সময় লাগে।

English summary
pakistani air traffic control saved indian aeroplane carrying 150 passengers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X