For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভ্যালেনটাইন্স ডে'-র দিন 'বোন দিবস' পালিত হবে! নয়া ফরমান এই নামী বিশ্ববিদ্যালয়ের

আর এক মাসও বাকি নেই! আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে। প্রেম উদযাপনের এমন দিন ঘিরে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে অপেক্ষার ছবি ফুটে ওঠে!

  • |
Google Oneindia Bengali News

আর এক মাসও বাকি নেই! আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে। প্রেম উদযাপনের এমন দিন ঘিরে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে অপেক্ষার ছবি ফুটে ওঠে! কারোর অপেক্ষা থাকে প্রেম নিবেদনের , কারোর অপেক্ষা থাকে প্রেমের সম্পর্ককে আরও একবার ঝালিয়ে নেওয়ার। কিন্তু ১৪ ফেব্রুয়ারি এবার আর 'ভ্যালেন্টাইন্স ডে' নয়, বরং পালিত হবে 'সিস্টার্স ডে' (বোন দিবস)। এমনই দাবি পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ের।

ভ্যালেনটাইন্স ডে-র দিন বোন দিবস পালিত হবে! নয়া ফরমান এই নামী বিশ্ববিদ্যালয়ের

ভ্যালেন্টাইন্স ডে -কে 'বোন দিবস' হিসাবে উদযাপিত করার নয়া ফরমান জারি করেছে পাকিস্তানের নামী কৃষি বিশ্ববিদ্যালয় 'উইনিভার্সিটি ইফ ফয়জলাবাদ'। পঞ্জাব সেন্ট্রাল প্রভিন্সের এই বিশ্ববিদ্যালয়ের নতুন ফরমানে রীতিমত অবাক সেখানের পড়ুয়ারা। পড়ুয়াদের মধ্যে যাতে পশ্চিমী কুসংস্কার না ঢুকে পড়ে তার জন্যই এমন ব্যবস্থা বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়ছেন ,' আমাদের সংস্কৃতিতে মহিলারা অনেক বেশি ক্ষমতাশালী। তাঁদের সম্মান জানানো হয় বোন, মা ,মেয়ে, স্ত্রী হিসাবে।' তবে এই সংস্কৃতি দেশের যুব সমাজ ভুলে যাচ্ছে বলে দাবি উপাচার্যের আর সেজন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

English summary
Pakistan University Rebrands Valentine's Day As "Sister's Day".
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X