For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শত্রুতা ভুলে মোদীর পরামর্শে সায়! করোনা থেকে পাকিস্তানকে বাঁচাতে নতিস্বীকার ইমরানের

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণের জেরে আতঙ্কিত সারা বিশ্ব। এর মধ্যে সব থেকে বাজে অবস্থা চিন ও এশিয়া-প্যাসিফিক এলাকায়। এরই মধ্যে সার্কভুক্ত দেশগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত করোনা মোকাবিলার বিষয়টিতে সায় দিয়েছে। প্রধানমন্ত্রীর কথা মতো একযোগে করোনা ভাইরাস রোখার বিষয়ে এই সব দেশের প্রধানরা সহমত হয়েছেন। আর অভুতপূর্ব ভাবে মোদীর কথায় সায় জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও।

মোদীর পরামর্শে সায় ইমরানের

মোদীর পরামর্শে সায় ইমরানের

করোনা রুখতে সার্কভুক্ত দেশগুলিকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন মোদী। কাশ্মীর নিয়ে তিক্ততা ভুলে সেই পরামর্শ মতো এবার যৌথ ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনায় নামবে পাকিস্তান। এমনটাই জানান, সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান।

করোনা ভাইরাসে জর্জরিত পাকিস্তানও

করোনা ভাইরাসে জর্জরিত পাকিস্তানও

এই বিষয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে একটি টুইটে লেখা হয়, 'করোনা ভাইরাসের এই হুমকি বিশ্বের সব দেশকে কাবু করেছে। আমাদের এই অঞ্চলও তার থেকে বাদ পড়েনি। এই কারণেই সার্কভুক্ত দেশগুলির সঙ্গে মিলে এই বিষয়ে পরিকল্পনা করতে প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য উপদেষ্টা উপস্থিত থাকবেন একটি ভিডিও কনফারেন্সে।' প্রসঙ্গত, সেদেশের ৮ জন সেনা কর্তা সহ মোট ২০ জন করোনাত আক্রান্ত হয়েছে এখনও।

করোনা রুখতে মোদীর প্রস্তাব

করোনা রুখতে মোদীর প্রস্তাব

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, 'আমি সব সার্কভুক্ত দেশগুলিকে আহ্বান জানাচ্ছি যাতে আমরা একযোগে করোনা ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নিজেদের দেশের জনগণকে কী ভাবে সুস্থ রাখা যায়, সেই বিষয়টি আলোচনা করতে পারি। একসঙ্গে আমরা বিশ্বের দরবারে একটি উদাহরণ ও দৃষ্টান্ত তৈরি করতে পারি।'

মোদীর প্রস্তাবে সায় শ্রীলঙ্কারও

মোদীর প্রস্তাবে সায় শ্রীলঙ্কারও

মোদীর এই টুইটের পরেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাব্যা রাজাপক্ষে বলেন, 'করোনা ভাইরাস ঠেকানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বড় পদক্ষেপ নিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাই। আমি জানাতে চাই শ্রীলঙ্কা এই প্রস্তাবের পক্ষে। আমি সব সার্ক সদস্যদেরকেও আহ্বান জানাচ্ছি এই পদক্ষেপে যোগ দিতে। আমাদের একযোগে এই বিষয়টি রোখা প্রয়োজন।'

ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাস

ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাস

এদিকে ক্রমেই ভয়ংকর আকার নিচ্ছে করোনাভাইরাস। চিনের থেকেও চিনের বাইরে ১৭ গুণ বেশি হারে ছড়াচ্ছে এই রোগ। করোনা থাবা বসিয়েছে ভারতেও। বিশ্বজুড়ে এই সংক্রমণে মৃত্যু হয়েছে ৫০৮০ জনের। ভারতে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৮৩। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১৬। ভারতে করোনায় আক্রান্ত হয়ে কর্নাটকে ও দিল্লিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে দুই জনের।

English summary
pakistan to join saarc video call to curb coronavirus as suggested by pm modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X