For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র, কোটি টাকা সন্ত্রাসের পিছনেই খরচ করে', জাতিসংঘে বিস্ফোরণ ভারতের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : বুধবার মার্কিন কংগ্রেসে বিল পাশ করে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণার তোড়জোড় শুরু হয়েছে। এর মধ্যে ভারতও জাতিসংঘের সাধারণ সভার মঞ্চে একেবারে কড়া আক্রমণ শানাল পাকিস্তানকে উদ্দেশ্য করে। উরিতে সেনার উপরে জঙ্গি হামলার পরে ভারত এখন একেবারে ফ্রন্টফুটে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার সময় যে এসে গিয়েছে তা সকলে বুঝে গিয়েছেন। [পাকিস্তানের এই প্রদেশে স্মার্টফোনের চেয়েও সস্তা একে ৪৭, কালাশনিকভ রাইফেল!]

এদিন বৃহস্পতিবার যুদ্ধপরাধ ও সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে সরাসরি কাঠগড়ায় তুলেছে ভারত। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জাতিসংঘে সাধারণ সভায় কাশ্মীর ইস্যু উত্থাপন করার কিছুক্ষণের মধ্যেই জবাব দিয়েছে ভারত। [উরি হামলার পরে মাসুদ আজহারের জঈশ-ই-মহম্মদ 'সেরা জঙ্গি দল' ক্লাবে উত্তীর্ণ!]

'পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র, জাতিসংঘে বিস্ফোরণ ভারতের

ভারত জানিয়েছে, জাতিসংঘের তরফে জঙ্গি তকমা দেওয়া ব্যক্তিরা পাকিস্তানে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এবং রাষ্ট্রযন্ত্রের সাহায্য নিয়ে নিজেদের কাজ করে যাচ্ছে। সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতি বানানো যুদ্ধপরাধের শামিল। এমনটাই দাবি ভারতের। [নরেন্দ্র মোদীর স্বপক্ষ্যে কথা বলায় বালোচিস্তানে পানীয় জলে বিষ মেশাল পাকিস্তান সরকার!]

আরও বলা হয়েছে, ভারত ও অন্য প্রতিবেশীরা পাকিস্তানের দীর্ঘদিনের সন্ত্রাসবাদ পৃষ্ঠপোষকতার নীতির কারণে ব্যতিব্যস্ত। আর সেই কারণে গোটা অঞ্চলে ত্রাস তৈরি হয়েছে শুধু পাকিস্তানের জন্য। [ভারতে সন্ত্রাস ছড়াতে এই ধরনের প্রযুক্তি ব্যবহার পাক জঙ্গিদের]

জাতিসংঘে ভারতের দূত ই গম্ভীর বলেন, পাকিস্তান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র। আন্তর্জাতিক সাহায্য হিসাবে পাওয়া কোটি কোটি ডলার ওরা ঘুরিয়ে সন্ত্রাসবাদের পিছনে খরচ করে। সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, আর্থিক সাহায্য এবং প্রতিবেশীদের আক্রমণে উসকানি দেওয়ার কাজ করে চলেছে পাকিস্তান।

জঈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার অথবা মুম্বই হামলার অন্যতম চক্রী জাকিউর রহমান লখভির প্রসঙ্গ টেনে ভারত জানিয়েছে, এই ধরনের জঙ্গি ও তাদের সংগঠন পাকিস্তানে ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছে এবং সরকারের সাহায্য নিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে।

এর পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও লুকিয়ে জঙ্গি সংগঠনের জন্য আর্থিক অনুদান জোগাড় করা হচ্ছে, এবং সন্ত্রাসবাদ দমনে সচেষ্ট পাকিস্তান সরকার, এই মিথ্যা বক্তব্য সারা বিশ্বের সামনে তুলে ধরা হচ্ছে।

এর পাশাপাশি নওয়াজ শরিফের জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানিকে শহিদ আখ্যা দেওয়া নিয়েও একহাত নিয়েছে ভারত। জানিয়েছে, এই বক্তব্যের মধ্যে দিয়ে পাকিস্তান সরকার প্রমাণ করে দিল যে সন্ত্রাসবাদের সমর্থক পাকিস্তান সরকার। সন্ত্রাসবাদকে নির্মূল করে জম্মু ও কাশ্মীরের সমস্ত অধিবাসীকে যে রক্ষা করবে ভারত, তা ফের স্পষ্ট করে দেওয়া হয়েছে।

English summary
Pakistan a 'terrorist state', carries out war crimes, India tells UN
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X