For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাফিজ সইদের লোকদেখানো গ্রেফতারিতে পাকিস্তানকে বাহবা দিতে নারাজ ভারত

মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে গ্রেফতার করে এমনকিছু বড় কাজ করেনি পাকিস্তান। এরকম নাটক এর আগেও ৮ বার করেছে তারা। এমনই প্রতিক্রিয়া দিল ভারত।

Google Oneindia Bengali News

মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে গ্রেফতার করে এমনকিছু বড় কাজ করেনি পাকিস্তান। এরকম নাটক এর আগেও ৮ বার করেছে তারা। এমনই প্রতিক্রিয়া দিল ভারত। ইমরান খানের আমেরিকা সফরের আগে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভাবমূর্তি শুধরে নিতেই নাকি হাফিজ সইদকে গ্রেফতার করেেছ পাকিস্তান। এমনই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সেকারণেই হয়তো ভারত পাকিস্তানের এই উদ্যোগকে খুব একটা আমল দিতে রাজি নয়।

হাফিজ সইদের লোকদেখানো গ্রেফতারিতে পাকিস্তানকে বাহবা দিতে নারাজ ভারত

বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, ২০০১ সাল থেকে পাকিস্তান এই নাটক করে চলেছে। এই নিয়ে অষ্টমবার হল। এটা একেবারেই লোক দেখানো বলে দাবি করেছেন তিনি। এর পরেও হাফিজ সইদ ঠিক নাশকতা চালিয়ে যাবে বলে কটাক্ষ করেছেন রবিশ কুমার।

বুধবার পাকিস্তানের লাহোর থেকে গুজরানওয়ালা যাওয়ার পথে জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সইদকে গ্রেফতার করে পাকিস্তানের জঙ্গি দমন শাখা। রবিশ কুমারের দাবি পাকিস্তান একেবারেই লোক দেখাতেই এই পদক্ষেপ করেছে। কারণ হাফিজ সইদকে নিয়ে পাকিস্তানের উপর চাপ বাড়ছিল। রাষ্ট্রপুঞ্জ হাফিস সইদকে আন্তর্জািতক জঙ্গির তকমা দেওয়ার পরেও কেন পাকিস্তান তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তাই আন্তর্জাতিক মহলকে দেখাতেই এই পদক্ষেপ করেছে পাকিস্তান এমনই দাবি করেছে দিল্লি।

হাফিজ সইদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার পরল আমেরিকা তার মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছে। ২০১৭ সালে হাফিজ সইদকে কেন গৃহবন্দি দশা থেকে মুক্তি দেওয়া হল এই নিয়ে সরব হয়েছিল আমেরিকা। পাকিস্তানকে রীতিমত কোনঠাসা করে দেওয়া হয়েছিল। মুম্বই হামলায় হাফিজ সইদের হাত আছে একথা প্রথমে স্বীকারই করতে চায়নি পাকিস্তান। তারপর ভারতের পক্ষ থেকে একাধিক প্রমাণ তুলে দেওয়া হয় পাকিস্তানের কাছে। কিন্তু সেই প্রমান যথেষ্ট নয় বলে হাফিজ সইদকে নির্দোষ বলে দাবি করেছিল ইসলামাবাদ।

English summary
Pakistan takes symbolic action, India on Hafiz Sayeed Arrest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X