For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অটলের শেষকৃত্যে মুম্বই হামলায় জড়িত জঙ্গির ভাইকে প্রতিনিধি করে পাঠাল পাকিস্তান

অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্যে পাকিস্তান থেকে যে প্রতিনিধি দল সেদেশের সরকার পাঠিয়েছে, সেই দলে ছিলেন মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত জঙ্গি ডেভিড হেডলির সৎ ভাই দানিয়াল গিলানি।

  • |
Google Oneindia Bengali News

ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী গত সপ্তাহে প্রয়াত হয়েছেন। দেশের প্রধানমন্ত্রী হিসাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতিতে তিনি সদর্থক ভূমিকা নিয়েছিলেন। সারা পৃথিবী থেকে বাজপেয়ীর প্রয়াণে শেষশ্রদ্ধা উড়ে এসেছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশারফও অটলের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করেছেন। পাশাপাশি পাকিস্তান থেকে যে প্রতিনিধি দল সেদেশের সরকার পাঠিয়েছে, সেই দলে ছিলেন মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত জঙ্গি ডেভিড হেডলির সৎ ভাই দানিয়াল গিলানি।

অটলের শেষকৃত্যে জঙ্গির ভাইকে প্রতিনিধি করে পাঠাল পাকিস্তান

শুক্রবার পাকিস্তানের যে প্রতিনিধি দল দিল্লিতে অটল বিহারীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন সেই দলে দানিয়াল ছিলেন বলে জানা গিয়েছে। তারপরে তিনি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও দেখা করেন। যদিও সরকারি তরফে সুষমার সঙ্গে দেখা করার রিপোর্ট অস্বীকার করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট।

ঘটনা হল, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করার পরই গিলানিকে ভিসা দেওয়া হয়েছে। কারণ ভারতের কালো তালিকায় দানিয়াল গিলানি নেই। পাকিস্তানে তিনি সরকারি চাকুরে। পাকিস্তানি সেন্সর বোর্ডের চেয়ারম্যান। ডেভিড হেডলির সঙ্গেও তাঁর কোনও সম্পর্ক নেই বলে তিনি অতীতে দাবি করেছেন।

শুক্রবার বাজপেয়ীর শেষকৃত্যে পাকিস্তানের আইনমন্ত্রী সঈদ আলি জাফর, হাই কমিশনার সোহেল মেহমুদ, বিদেশ মন্ত্রকের মুখপাত্র মেহমুদ ফয়জল সহ একটি প্রতিনিধি দল ভারতে আসে।

প্রসঙ্গত, ২০০৮ সালের মুম্বই হামলার পরে ২০০৯ সালের নভেম্বরে হেডলিকে গ্রেফতার করা হয়। ২৬/১১ মুম্বই হামলার আগে সব জায়গা ঘুরে সে রেকি করে গিয়েছিল। তারপরই পাকিস্তান থেকে জঙ্গিরা এসে নৃশংস হামলা চালায়।

English summary
Pakistan sent David Headley’s half-brother to attend AB Vajpayee’s funeral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X