For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান সংসদে পাশ হল বহু প্রতীক্ষিত 'হিন্দু বিবাহ আইন'

বহু প্রতীক্ষিত হিন্দু বিবাহ আইন পাশ হল পাকিস্তানি সংসদে। সব দল নির্বিশেষে ঐক্যমত্যে পৌঁছে পাকিস্তানের অধিবাসী সংখ্যালঘু হিন্দুদের বিবাহ সংক্রান্ত আইন পাশ করেছে।

  • |
Google Oneindia Bengali News
ইসলামাবাদ, ১৮ ফেব্রুয়ারি : বহু প্রতীক্ষিত হিন্দু বিবাহ আইন পাশ হল পাকিস্তানি সংসদে। সব দল নির্বিশেষে ঐক্যমত্যে পৌঁছে পাকিস্তানের অধিবাসী সংখ্যালঘু হিন্দুদের বিবাহ সংক্রান্ত আইন পাশ করেছে।[নিজের ধর্ষককে ভালোবাসে, জন্ম দিতে চায় তার সন্তানের]

'হিন্দু বিবাহ আইন ২০১৭' শুক্রবার পাকিস্তানি সংসদে পাশ হয়েছে। এর আগে সংসদের নিম্নকক্ষেও গতবছরের ২৬ সেপ্টেম্বর বিলটি পাশ হয়েছে। এবার পাকিস্তানি রাষ্ট্রপতির অনুমোদন পেলেই তা আইনে পরিণত হবে।[বিয়েতে টাকার অপচয় রুখতে আসছে মোদী সরকারের নয়া বিল]

পাকিস্তান সংসদে পাশ হল বহু প্রতীক্ষিত 'হিন্দু বিবাহ আইন'

এই আইনের ফলে পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের বিয়ে, বিয়ের রেজিস্ট্রেশন, বিবাহ বিচ্ছেদ, ফের বিয়ের মতো ঘটনাগুলি ঘটতে সুবিধা হবে। অর্থাৎ বিয়ের পর এবার থেকে প্রমাণপত্র হাতে পাবেন হিন্দু দম্পতিরা যা আগে তারা পেতেন না।[(ছবি) V Day স্পেশাল : এই দিনেই বিয়ে করেছেন এই বিখ্যাত সেলেবসরা]

পাকিস্তানের পাঞ্জাব, বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া প্রদেশে বসবাসকারী হিন্দুরা এই সুবিধা পাবেন। এছাড়া সিন্ধ প্রদেশ যেখানে হিন্দুদের আধিক্য বেশি, সেখানে ইতিমধ্যে হিন্দু বিয়ের আইন বলবৎ হয়েছে।[২৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ে তবেই বিয়ে করলেন দম্পতি]

পাকিস্তানি সংসদে আইনমন্ত্রী জাহিদ হামিদ হিন্দু বিবাহ আইন বিলটি পেশ করলে কোনও দলই তার বিরোধ করেনি। শুধু জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজল দলটি বিরোধিতা করেছে।[(ছবি) জলের তলায় আংটি বদল, বিয়ের প্রতিজ্ঞা দম্পতির, ভারতে এই প্রথম!]

এই আইনের ফলে মুসলিমদের জন্য যেমন ''নিকাহনামা' রয়েছে, তেমনই হিন্দুদের জন্য 'শাদি পরথ' তৈরি হবে। এই কাগজই বিবাহের প্রামাণ্য নথি হিসাবে পাকিস্তানে গণ্য করা হবে।[রোবটের সঙ্গে তরুণীর 'লিভ-ইন', এবার বিয়ের পালা!]

English summary
The much-awaited landmark bill to regulate marriages of minority Hindus in Pakistan is set to become a law with the Senate unanimously passing it.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X