For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে এয়ার স্ট্রাইকের ২ মাস পরে নয়া ফন্দি-ফিকির ইসলামাবাদের! ভারতীয় সাংবাদিকদের 'আহ্বান'

কয়েকদিন আগেই এক নির্বাচনী সভামঞ্চে নরেন্দ্র মোদী বলেন ,'এক মাস হয়ে গেল (এয়ার স্ট্রাইকের) আর পাকিস্তান এখনও বসে মৃতদেহ (জঙ্গিদের) গুনছে।'

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই এক নির্বাচনী সভামঞ্চে নরেন্দ্র মোদী বলেন ,'এক মাস হয়ে গেল (এয়ার স্ট্রাইকের) আর পাকিস্তান এখনও বসে মৃতদেহ (জঙ্গিদের) গুনছে।' উল্লেখ্য, পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার পর বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল সেখানে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে মৃত্যু হয়েছে অন্তত ৩০০ জনের। পাকিস্তানের দাবি ছিল ভারতীয় সেনা ২৬ ফেব্রুয়ারির এয়ারস্ট্রাইকে পাকিস্তানের বালাকোটে কাউকে হত্যা করতে পারেনি। ইসলামাবাজের এই সমস্ত দাবির ২ মাস পেরোনোর পর এবার পাকিস্তান বলছে ভারতীয় সাংবাদিকরা বালাকোটে এসে দেখে যান, এয়ারস্ট্রাইক কোনও আঘাত হানতে পেরেছে কি না!

বালাকোটে এয়ার স্ট্রাইকের ২ মাস পরে নয়া ফন্দি-ফিকির পাকিস্তানের! ভারতীয় সাংবাদিকদের আহ্বান

পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে এক সাংবাদিক সম্মেলনে মেজর জেনারেল আসিফ গাফুর জানান, ভারতীয় সাংবাদিকরা যদি সত্যিটা দেখতে চান, তাহলে বালাকোটে গিয়ে দেখে আসুন। গফুরের দাবি,ভারতীয় মিডিয়া বারবাহর মিথ্যে কথা বলছে। তিনি বলেছেন, গত ২ মাস ধরে ভারতীয় মিডিয়া মিথ্যে বলেছে একাধিক। তাঁর দাবি,'দায়িত্বশীল দেশ হিসাবে আমরা ওঁদের মিথ্যের জবাব দিইনি'। প্রশ্ন উঠছে, এয়ারস্ট্রাইক হওয়ার ২ মাস বাদে কেন পাকিস্তান ভারতীয় সাংবাদিকদের ডাকছে? ঘটনার পরদিনই কেন ডাকার দম পায়নি ইসলামাবাদ?

এদিকে , পাকিস্তান যে ১৯৭১ সালের পাকিস্তান আর নেই , সেই হুমকিও দিয়ে রেখেছেন সেদেশের মেজর জেনারেল। ফের একবার মিথ্যা দাবি তুলে এদিন পাকিস্তানে মেজর জেনারেল জানান, তাঁদের দেশে কোনও জঙ্গি সংগঠন নেই। যদিও আন্তর্জাতিক চাপে পড়ে কুখ্যাত জঙ্গি হাফিজ সইদকে গৃহবন্দি করতে বাধ্য হয়েছিল এই পাকিস্তানই!

English summary
Pakistan says ready to take Indian journalists to Balakot .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X