For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারতের পাঠানো পাকিস্তানের ২২ টি এলাকায় জঙ্গি শিবির নেই', ফের নগ্ন মিথ্যাচার ইসলামাবাদের

স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় পুলওয়ামা হামলা থেকেও গা ঝেড়ে ফেলার চেষ্টা করছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এর আগে তথ্য প্রমাণ চেয়েছিলেন ঘটনা সম্পর্কে।

  • |
Google Oneindia Bengali News

স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় পুলওয়ামা হামলা থেকেও গা ঝেড়ে ফেলার চেষ্টা করছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এর আগে তথ্য প্রমাণ চেয়েছিলেন ঘটনা সম্পর্কে। তাঁর দাবি ছিল প্রমাণ পেলে তদন্ত করে দেখবে পাকিস্তান, এই পাকিস্তান আগের মতো নেই। ইমরানের আমলে 'নয়া পাকিস্তান' -এর ভাবমূর্তি জন্ম নিয়েছে। তবে ভারতের দেওয়া তথ্য প্রমাণ হাতে পেয়েই ফের পুরনো রঙই দেখিয়ে দিল ইসলামাবাদ। গা বাঁচাতে একাধিক মিথ্যাচার উঠে এসেছে তাঁদের রিপোর্টে।

পাক বিদেশ মন্ত্রকের তথ্য

পাক বিদেশ মন্ত্রকের তথ্য

পাকিস্তানের বিদেশমন্ত্রক দাবি করেছে, যে ২২ টি এলাকার কথা ভারত পাঠিয়েছিল তার মধ্যে একটিতেও জঙ্গিশিবির বা জঙ্গি প্রশিক্ষণ শিবির নেই । এলাকাগুলিতে কেউ পরিদর্শন করতে চাইলে আসতে পারেন, তবে অবশ্যই পাকিস্তানের অনুমতি নিয়ে আসতে হবে।

ভারত যা জানিয়েছিল ..

ভারত যা জানিয়েছিল ..

এর আগে ভারতের দেওয়া তথ্যপ্রমাণে স্পষ্ট করা ছিল পুলওয়ামায় গোটা ঘটনার নেপথ্যে রয়েছে পাকিস্তান আশ্রিত জঙ্গি সংঠন জিশ-ই-মহম্মদ। পাশাপাশি জইশ প্রধান মাসুদ আজহার সম্পর্কেও একাধিক তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়।

[আরও পড়ুন: ফের পাকিস্তানের বজ্জাতি! পুলওয়ামা হামলাকে নাশকতা বলতে নারাজ পাকিস্তান][আরও পড়ুন: ফের পাকিস্তানের বজ্জাতি! পুলওয়ামা হামলাকে নাশকতা বলতে নারাজ পাকিস্তান]

ইসলামাবাদের বার্তা

ইসলামাবাদের বার্তা

ইসলামাবাদ জানিয়েছে পাকিস্তান পুলওয়ামায় বিষয়ে তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে চায়,তবে ভারতকে তার জন্য আরও বেশি প্রমাণ দিতে হবে। এর আগেও ২০০৮ এর মুম্বই হামলা ও ২০১৬ সালের পাঠানকোটের ক্ষেত্রেও ঠিক একইভাবে পাকিস্তান দায় এড়িয়ে গিয়েছিল।

[আরও পড়ুন:সোপিয়ানে নিকেশ ৩ জঙ্গি! এলাকায় জারি তল্লাশি অভিযান][আরও পড়ুন:সোপিয়ানে নিকেশ ৩ জঙ্গি! এলাকায় জারি তল্লাশি অভিযান]

English summary
Pakistan Says No Terror Camps Exist On 22 Locations Shared By India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X