For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে আরও এক হামলা করতে চলেছে ভারত! রাষ্ট্রসংঘের কাছে তারিখ লিখে 'নালিশ' ইসলামাবাদের

২৬ ফেব্রুয়ারির গভীর রাতে পাকিস্তানের আকাশে ঢুকে এয়ার স্ট্রাইক শানিয়েছিল ভারতীয় বায়ুসেনা। যে ঘটনায় পাকিস্তানের বালাকোট, মুজাফফরাবাদ সহ একাধিক জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্রকে নিশানা করে ভারতীয় বায়ুসেন

Google Oneindia Bengali News

২৬ ফেব্রুয়ারির গভীর রাতে পাকিস্তানের আকাশে ঢুকে এয়ার স্ট্রাইক শানিয়েছিল ভারতীয় বায়ুসেনা। যে ঘটনায় পাকিস্তানের বালাকোট, মুজাফফরাবাদ সহ একাধিক জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্রকে নিশানা করে ভারতীয় বায়ুসেনা। ঘটনার রীতিমত নড়চড়ে বসে পাকিস্তান। পুলওয়ামায় ভারতীয় সেনার ওপর হামলার ঘটনার পর ভারতের এই পাল্টা জবাব পেতেই শান্তি ভিক্ষা করেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার ফের একবার ভারতের তরফে কোনও এক অজ্ঞাত হামলার আশঙ্কায় কাঁপছে পাকিস্তান!

পাকিস্তানের দাবি

পাকিস্তানের দাবি

পাকিস্তানের তরফে দাবি করা হচ্ছে ভারত ফের একবার তাদের ওপর হামলা চালাতে পারে। ২৪ ফেব্রুয়ারি পুলওয়ামা পরবর্তী সময়ে ভারত পাকিস্তানের সম্পর্ক যেভাবে তলানিতে ঠেকেছে ,তাতে আরও একটা হামলার আশঙ্কায় থরহরিকম্প পাকিস্তানে। এবিষয়ে পাকিস্তান বিষয়টি নিয়ে কার্যত 'নালিশ' জানিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে।

পাকিস্তানের 'নালিশ'!

পাকিস্তানের 'নালিশ'!

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ৫ সদস্যের কাছে রীতিমত চিঠি লিখে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি হামলার আশঙ্কার কথা জানিয়েছেন। তাঁর দাবি কোনও 'নির্ভরযোগ্য গোয়েন্দা' সূত্রেরই পাকিস্তানের কাছে এই খবর রয়েছে।

হামলার দিনক্ষণ জানিয়েছে পাকিস্তান!

হামলার দিনক্ষণ জানিয়েছে পাকিস্তান!

শাহ মেহমুদ কুরেশির দাবি, পাকিস্তানে ভারত আগামী ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে বড়সড় হামলা করতে পারে।তবে এর চেয়ে বেশি কোনও তথ্য শাহ মেহমুদ কুরেশি আর জানাতে চাননি বলে দাবি করা হয়েছে সূত্রে।

[আরও পড়ুন: 'রবার্ট বঢরা কংগ্রেসের না বিজেপির প্রচারে সুবিধা করে দেবেন সেটাই বুঝনি না', জেটলির কটাক্ষ ][আরও পড়ুন: 'রবার্ট বঢরা কংগ্রেসের না বিজেপির প্রচারে সুবিধা করে দেবেন সেটাই বুঝনি না', জেটলির কটাক্ষ ]

তৈরি হয়েছে ভারতও!

তৈরি হয়েছে ভারতও!

উল্লেখ্য, পুলওয়ামা পরবর্তী সময়ে একাধিক নতুন সাফল্যের পালক এসেছে ভারতের মহাকাশ গবেষণায়। তারমধ্যে অন্যতম হল , শত্রুর রাডারে নজরদারী চালানোর মতো স্যাটেলাইটের উৎক্ষেপণ ও এলইওতে স্যাটেলাইট ধ্বংসকারী মিসাইলের সফল উৎক্ষেপণ। যা ঘিরে রীতিমত চিন্তার ভাঁজ পড়েছে পাকিস্তানের কপালে।

[আরও পড়ুন:নির্বাসন ভেঙে মালদ্বীপের সাধারণ নির্বাচন জিতলেন নাশিদ][আরও পড়ুন:নির্বাসন ভেঙে মালদ্বীপের সাধারণ নির্বাচন জিতলেন নাশিদ]

English summary
Pakistan has "reliable intelligence" that India will attack again this month, Foreign Minister Shah Mahmood Qureshi said on Sunday, as tension over a February standoff between the two nuclear-armed neighbours had appeared to ease.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X