For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক-আফগান সীমান্তে জঙ্গি হামলায় মৃত ৫ পাক সেনা, দাবি পাকিস্তানের

পাক আফগান সীমান্তে জঙ্গিদের হামলায় ৫ জন পাকিস্তানি সেনা মারা গিয়েছে বলে দাবি করল পাকিস্তান।পাক-আফগান সীমান্তে ৩ টি পাকিস্তানি সেনা পোস্টে হামলা চালায় জঙ্গিরা ।

  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ৬ মার্চ : পাক আফগান সীমান্তে জঙ্গি হামলায় ৫ জন পাকিস্তানি সেনা মারা গিয়েছে বলে দাবি করল পাকিস্তান। পাকিস্তানের আরও দাবি , পাক-আফগান সীমান্তে ৩ টি পাকিস্তানি সেনা পোস্টে হামলা চালায় জঙ্গিরা ।

পাকিস্তানের সেনা সূত্রের দাবি, আফগান সীমান্ত পেরিয়ে যখন ওই জঙ্গিদের দলটি পাকিস্তানে ঢোকবার চেষ্টা করে তখনই তাদের ওপর হামলা চালায় পাক সেনা। জঙ্গি অনুপ্রবেশ রুখতে পাকিস্তানি সেনার গুলি চালানোর পর পাল্টা গুলি চালায় জঙ্গিরাও।

পাক-আফগান সীমান্তে জঙ্গি হামলায় মৃত ৫ পাক সেনা, দাবি পাকিস্তানের

পাকিস্তান সেনা সূত্রের দাবি আফগানিস্তান থেকে আসছিল ওই জঙ্গিদের দলটি। অসমর্থিত সূত্রের খবর, পাক সেনা ও জঙ্গিদের সংঘর্ষে ১০ জন জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানি সেনা। যদিও সে খবরের সত্যটা নিয়ে উঠছে প্রশ্ন। এই জঙ্গিরা কোন সংগঠনের তা এখনও জানা যায়নি।

এর আগে পাক-আফগান সীমান্তের উপজাতি অধ্যুষিত বহু গ্রামে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে পাক সেনা। তারপরই কয়েকটি জঙ্গি সংগঠন আফগানিস্তানে চলে যায় বলে দাবি ইসলামাবাদের। এছাড়াও আগে পাকিস্তানের বহু জায়গায় জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়েছে। তা সত্ত্বেও ক্রমাগত জঙ্গি শিবির গুলিকে নিরাপদ আশ্রয় দিচ্ছে পাকিস্তান । এমনই অভিযোগ আন্তর্জাতিক মহলের।

English summary
The Pakistani army says militants killed five soldiers when they attacked three military posts in a tribal region along the Afghan border.An army statement on Monday says that the troops repulsed the attackers, who had crossed overnight from Afghanistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X