For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের স্বল্পবসনের কারণেই বাড়ছে ধর্ষণ, ফের বিতর্কিত মন্তব্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

মহিলাদের স্বল্পবসনের কারণেই বাড়ছে ধর্ষণ, ফের বিতর্কিত মন্তব্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

  • |
Google Oneindia Bengali News

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দূর, উল্টে মহিলাদের উপর বেড়ে চলা ঘটনায় তাদের রুচিবোধষ শালীনতা, পোশাক নিয়েই বারংবার প্রশ্ন উঠেছে বিভিন্ন দেশে। এমনকী ধর্ষণ, নির্যাতন, শ্লীলতাহানির জন্য মহিলাদের স্বভাইকেই কাঠগড়য় তুলেছেন অনেক রাজনীতিবিদই। এবার কার্যত একইরকম পুনরাবৃত্তি দেখা গেল পাকিস্তানে। যা নিয়ে ফের বিতর্কের ঝড়ও উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

মহিলাদের স্বল্পবসনের কারণেই বাড়ছে ধর্ষণ, ফের বিতর্কিত মন্তব্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দাবি যদি একজন মহিলা স্বল্পবসনা হয়ে ঘুর বেড়ান, তবে তার প্রভাব একজন পুরুষের উপর পড়তে বাধ্য। আর এই কারণেই বাড়ছে ধর্ষণের ঘটনা। কিছুদিন আগেও পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণের ঘটনার কারণ হিসেবে অশালীনতাকে দায়ী করেছিলেন ইমরান। এবার ফের কার্যত একই সুর শোনা গেল তার গলায়।

সম্প্রতি Axio ON HBO”-র একটি অনুষ্ঠানে দিয়েই এই বিতর্কিত মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর কথায়, “মহিলাদের স্বল্প বসনের প্রভাব পুরুষদের উপর পড়বেই। তা দেখে মন চঞ্চল হওয়াও স্বাভিক ঘটনা। যদি না কেউ রোবট হন তবেই তিনি এই ফাঁদ এড়িয়ে যেতে পারেন। এটা একটা খুবই সাধারণ ব্যপার।” তাঁর মতে মহিলাদের পোশাকের ধরণ ঠিক না করলে কোনও ভাবেই ধর্ষণের মত ঘটনায় রাশ টানা সম্ভব নয়।

এদিকে ইমরানের এই মন্তব্যের পর তাঁর তীব্র সমালোচনা করছেন সেদেশের বিরোধী রাজনৈতিক দলের নেতারা। সমালোচনায় মুখর হয়েছে বিদ্বজনেরাও। এদিকে এপ্রিলে ইমরানের সমগোত্রীয় একটি মন্তব্যের পর প্রতিবাদে মুখর হয় গোটা দেশ। লিখিত ভাবে তাঁর ক্ষমা প্রার্থনা করেছিল পাক নাগরিকরদের একটি অংশ। কিন্তু সেই ঘটনা থেকেও যে তিনি কোনও শিক্ষা নেননি তা ফের প্রমাণ হল আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারটিতেই।

অপরাধ গরু চুরি! বিজেপি শাসিত ত্রিপুরায় গণপিটুনিতে মৃত্যু ৩ যুবকেরঅপরাধ গরু চুরি! বিজেপি শাসিত ত্রিপুরায় গণপিটুনিতে মৃত্যু ৩ যুবকের

English summary
Rape is on the rise due to women's short dresses, controversial remarks by Pakistani Prime Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X